ভবিষ্যতের IPS-IAS কারা? দেখুন সেই তালিকা।
UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার মেধাতালিকা (প্রথম ১০ জন)
১) প্রথম হয়েছেন আদিত্য শ্রীবাস্তব।
২) দ্বিতীয় স্থানে অনিমেষ প্রধান।
৩) তৃতীয় দোনুরু অনন্যা রেড্ডি।
৪) চতুর্থ পিকে সিদ্ধার্থ রামকুমার।
৫) পঞ্চম স্থানে রুহানি।
৬) ষষ্ঠ স্থানে সৃষ্টি দাবাস।
৭) সপ্তম আনমোল রাঠৌর।
৮) অষ্টম আশিস কুমার।
advertisement
৯) নবম নৌশিন।
১০) দশম স্থানে ঐশ্বর্যরাম প্রজাপতি।
আরও পড়ুন: এপ্রিলের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট? লাখ-লাখ পরীক্ষার্থীকে নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!
২০২৩ সালের সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা এবং ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যে পার্সোনালিটি টেস্ট হয়েছিল, সেটার ভিত্তিতে এবার ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য ১,০১৬ জনের নাম সুপারিশ করা হয়েছে। সেইসঙ্গে একটি সংরক্ষিত তালিকাও তৈরি রেখেছে UPSC। তাতে মোট ২৪০ জনের নাম রয়েছে।
আরও পড়ুন: অনেকক্ষণ AC চালিয়েও ঘর ঠান্ডা হয় না! সঠিক উচ্চতায় এসি লাগিয়েছেন তো? জানুন বাড়ির জন্য সঠিক এসি কোনটি
কীভাবে UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার রেজাল্ট দেখবেন?
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-তে যেতে হবে। সেখানেই ধাপে ধাপে ফলাফল দেখতে হবে।