UPPRPB UP Police Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীরাআগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যরাত ১২টার আগে পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ৬৩৫টি শূন্য পদে অধ্যাপক নিয়োগ করবে দিল্লি বিশ্ববিদ্যালয়, জানুন বিস্তারিত
UPPRPB UP Police Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৩১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
UPPRPB UP Police Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট অপারেটর- ১৩৭৪টি পদ
হেড অপারেটর- ৯৩৬টি পদ
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে http://uppbpb.gov.in/notice/VIG2_06012022.pdf এবং http://uppbpb.gov.in/notice/VIG3_06012022.pdf জানতে পারেন।
আরও পড়ুন: কোলফিল্ডস লিমিটেডের অধীনে বিপুল পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | উত্তর প্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট এবং প্রমোশন বোর্ড (Uttar Pradesh Police Recruitment and Promotion Board) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট অপারেটর এবং হেড অপারেটর |
শূন্যপদের সংখ্যা: | ২৩১০ |
কাজের স্থান: | উত্তর প্রদেশ |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ বিবরণ দেখুন |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ২৮.০২.২০২২
UPPRPB UP Police Recruitment 2022: আবেদনের যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট অপারেটর- যে সকল প্রার্থীরা পদার্থবিদ্যা এবং গণিত বিষয়ে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। হেড অপারেটর- লেকট্রনিক্স/ইলেক্ট্রিক্যাল/কম্পিউটার সায়েন্স/আইটি/মেকানিক্যালে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
UPPRPB UP Police Recruitment 2022: বয়সসীমা
অ্যাসিস্ট্যান্ট অপারেটর- প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। হেড অপারেটর- যে প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাঁদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।