আরও পড়ুন- বিলকিস বানো গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনের মুক্তি
ইন্ডিয়া টুডে দ্বারা প্রকাশিত ভারতের সেরা বিশ্ববিদ্যালয় সমীক্ষা ২০২২ এর, ১৫ অগাস্ট, ২০২২ ইস্যুতে, কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। উল্লেখ্য, এই সমীক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, ভারতের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ‘গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর’ বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।
advertisement
আরও পড়ুন- ‘নেতাজির চিতাভস্ম ভারতের মাটিতে ফিরে আসুক’, আর্জি সুভাষকন্যা অনিতা বসু পাফের
এছাড়াও, দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট প্রদান’ বিভাগেও দ্বিতীয় স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় সমস্ত ভারতীয় সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘কেরিয়ার প্রগ্রেশন এবং প্লেসমেন্ট’ বিভাগে তৃতীয় সর্বোচ্চ স্কোরেরও অধিকারী।