এবারে মোট ১২.৬৭ লক্ষ প্রার্থী পরীক্ষা (UGC NET Result Date) দিয়েছিলেন। জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে ৪০% নম্বর পেতেই হবে। সংরক্ষিত শ্রেণির জন্য প্রয়োজন কমপক্ষে ৩৫% নম্বর। তবে শুধু সার্বিকভাবে নয়, প্রতিটি পেপারেই পাশ করতে হবে প্রার্থীদের। প্রথম পত্রে জেনারেল প্রার্থীদের ১০০ নম্বরের মধ্যে পেতেই হবে অন্তত ৪০ নম্বর। সংরক্ষিতদের ক্ষেত্রে পেতে হবে কমপক্ষে ৩৫। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ২০০ নম্বরের মধ্যে পেতে হবে ৭০-৭৫ নম্বর। ওবিসিদের কমপক্ষে পেতে হবে ৬৫-৭০ নম্বর। যাঁরা তপশিলী জাতির শ্রেণির মধ্যে পড়ছেন তাঁদের পেতে হবে ন্যূনতম ৬০-৬৫ নম্বর এবং তপশিলী উপজাতির প্রার্থীদের পেতে হবে ন্যূনতম ৫৫-৬০ নম্বর।
advertisement
আরও পড়ুন- পুলিশ নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ, আজই ডাউনলোড করুন
কীভাবে দেখবেন UGC NET-এর ফলাফল
প্রথম ধাপ: UGC NET- অফিশিয়াল ওয়েবসাইটে ugcnet.nta.nic.in যান
দ্বিতীয় ধাপ: হোমপেজে রেজাল্ট লিঙ্কে ক্লিক করুন
তৃতীয় ধাপ: প্রয়োজনীয় তথ্যগুলি লিখুন
চতুর্থ ধাপ: UGC NET- এর ফলাফল আপনার কম্পিউটারের পর্দায় হাজির হবে
পঞ্চম ধাপ: ফলাফল ডাউনলোড করে সেভ করে রাখুন
বেশ কিছুদিন আগেই UGC NET উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। প্রকাশিত উত্তরপত্র নিয়ে কোনও অভিযোগ থাকলে তা জানানোর সুযোগও ছিল পরীক্ষার্থীদের। ৩ ঘণ্টা করে দু’টি শিফটে পরীক্ষা নেওয়া হয়েছিল। মাল্টিপল চয়েস কোয়েশনের (MCQ) ধাঁচে কম্পিউটার ভিত্তিক পরীক্ষারই আয়োজন করা হয়েছিল।
আরও পড়ুন- আর নয় 'প্রাপ্তবয়স্কদের শিক্ষা'! 'সবার জন্য শিক্ষা' নিয়ে হাজির কেন্দ্র সরকার
কোভিড মহামারীর আগে এনটিএ জানিয়েছিল UGC NET-এর ফলাফল প্রকাশ করা হবে একমাসের মধ্যেই। ২০২০ সালেই পরীক্ষার ফলপ্রকাশে বেশ দেরি হয় এবং দুই মাস পর ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ সেপ্টেম্বর এবং ফল প্রকাশ হয়েছিল পয়লা ডিসেম্বর। ২০১৯ সালে ৬ ডিসেম্বর পরীক্ষাগ্রহণ পর্ব শেষ হয় এবং ৩১ ডিসেম্বর অর্থাৎ এক মাসের মধ্যেই ফল প্রকাশ হয়। ২০১৯ সালের জুন মাসের পরীক্ষা শেষ হয়েছিল ২৮ জুন। ফল প্রকাশ করা হয়েছিল ১৫ জুলাই।