পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ ১০ মে ২০২৩ থেকে শুরু হল৷ এটি চলবে আগামী ৩০ মে, ২০২৩ পর্যন্ত৷
আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ে চলছে অধ্যাপক পদে নিয়োগ! বিস্তারিত জেনে এখনই আবেদন করুন
UGC NET 2023-এর জন্য কীভাবে আবেদন করবেন জেনে নিন
১. অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে
advertisement
২. ওয়েবসাইটের হোম পেজে গিয়ে সর্বশেষ অপশনে লিঙ্কে ক্লিক করুন।
৩. এরপরে UGC NET জুন 2023 রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করুন
৪. পরবর্তী পৃষ্ঠায় অনলাইন আবেদনের লিঙ্কে যান।
৫. আবেদনের জন্য চাওয়া তথ্যগুলি পূরণ করে আবেদন করুন
আরও পড়ুন: ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন
৬. রেজিস্ট্রেশনের পর আবেদনের নথিপত্রটির একটি প্রিন্ট নিয়ে রাখতে হবে
আবেদন ফি
সাধারণ বিভাগের প্রার্থীদের ফি হিসাবে ১১০০ টাকা জমা দিতে হবে৷ সঙ্গে EWS এবং OBC- প্রার্থীদের ৫৫০ ফি জমা দিতে হবে৷ আবার অন্যদিকে, SC-ST এবং প্রতিবন্ধী বিভাগের প্রার্থীদের ২৭৫ টাকা দিতে হবে৷ প্রার্থীরা ফি অনলাইনে দিতে পারবেন৷