TRENDING:

UGC NET 2023: দিনক্ষণ জানা গেল UGC NET পরীক্ষার, হবু অধ্যাপকরা এখনই আবেদন করুন

Last Updated:

জুনেই হবে UGC NET পরীক্ষা৷ পরীক্ষা শুরু হবে ১৩ জুন থেকে এবং ২২ জুন, ২০২৩ পর্যন্ত চলবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখেন বহু প্রার্থী৷ বিশ্ববিদ্যালয় এবং কলেজে সহকারী অধ্যাপক হওয়ার জন্য দিতে হয় নেট পরীক্ষা৷ তাই নেট কবে হবে সেই অপেক্ষায় দিন গুণছেন অনেকেই৷ এবার সেই অপেক্ষার অবসান৷ জুনেই হবে UGC NET পরীক্ষা৷ পরীক্ষা শুরু হবে ১৩ জুন থেকে এবং ২২ জুন, ২০২৩ পর্যন্ত চলবে৷ ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার টুইট করে এই খবরটি জানিয়েছেন৷
দিনক্ষণ জানা গেল UGC NET পরীক্ষার, হবু অধ্যাপকরা এখনই আবেদন করুন
দিনক্ষণ জানা গেল UGC NET পরীক্ষার, হবু অধ্যাপকরা এখনই আবেদন করুন
advertisement

পরীক্ষার আবেদন প্রক্রিয়া আজ ১০ মে ২০২৩ থেকে শুরু হল৷ এটি চলবে আগামী ৩০ মে, ২০২৩ পর্যন্ত৷

আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ে চলছে অধ্যাপক পদে নিয়োগ! বিস্তারিত জেনে এখনই আবেদন করুন

UGC NET 2023-এর জন্য কীভাবে আবেদন করবেন জেনে নিন

১. অনলাইনে আবেদন করতে গেলে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in-এ যেতে হবে

advertisement

২. ওয়েবসাইটের হোম পেজে গিয়ে সর্বশেষ অপশনে লিঙ্কে ক্লিক করুন।

৩. এরপরে UGC NET জুন 2023 রেজিস্ট্রেশনের জন্য দেওয়া লিঙ্কে ক্লিক করুন

৪. পরবর্তী পৃষ্ঠায় অনলাইন আবেদনের লিঙ্কে যান।

৫. আবেদনের জন্য চাওয়া তথ্যগুলি পূরণ করে আবেদন করুন

আরও পড়ুন: ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি! বিশদ জানতে পড়ুন

advertisement

৬. রেজিস্ট্রেশনের পর আবেদনের নথিপত্রটির একটি প্রিন্ট নিয়ে রাখতে হবে

আবেদন ফি

সাধারণ বিভাগের প্রার্থীদের ফি হিসাবে ১১০০ টাকা জমা দিতে হবে৷ সঙ্গে EWS এবং OBC- প্রার্থীদের ৫৫০ ফি জমা দিতে হবে৷ আবার অন্যদিকে, SC-ST এবং প্রতিবন্ধী বিভাগের প্রার্থীদের ২৭৫ টাকা দিতে হবে৷ প্রার্থীরা ফি অনলাইনে দিতে পারবেন৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
UGC NET 2023: দিনক্ষণ জানা গেল UGC NET পরীক্ষার, হবু অধ্যাপকরা এখনই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল