সম্প্রতি এমবিএ র্যাঙ্কিং সারা বিশ্বজুড়ে সেরা ১০০টি বিজনেস স্কুলের তালিকা তৈরি করেছে। এতে বিভিন্ন র্যাঙ্ক রয়েছে যেমন ইন্টারন্যাশনাল কোর্স এক্সপেরিয়েন্স র্যাঙ্ক, ইন্টারন্যাশনাল মোবিলিটি র্যাঙ্ক ইত্যাদি।
এই তালিকায় এবারে সেরার শিরোপা পেয়েছে ইউনাইটেড স্টেটসের পেনসিলভেনিয়ার হোয়ারটন স্কুল। তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স। ফ্রান্সের কলম্বিয়া বিজনেস স্কুল এবং ইতালির এসডিএ বুকনি স্কুল অফ ম্যানেজমেন্ট যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে।
advertisement
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজের নাম জানেন? তালিকা দিল NIRF
এই তালিকায় সবচেয়ে ভাল ফল করেছে ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, এটি হায়দরাবাদে অবস্থিত। সারা ভারতের বিভিন্ন বিজনেস স্কুলগুলির মধ্যে এটি সর্বোচ্চ স্থানে রয়েছে। ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস সারাবিশ্বে ৩১তম স্থান অধিকার করেছে।
ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস, হায়দরাবাদ- ৩১তম স্থান
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আহমেদাবাদ- ৪১তম
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, বেঙ্গালুরু- ৪৭তম
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা- ৬৭তম
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, লখনউ- ৮৫তম
জেভিয়ার স্কুল অফ ম্যানেজমেন্ট, ঝাড়খণ্ড- ৯৯তম
এই বিশেষ তালিকাটি তৈরি করতে এই বিষয়গুলি মাথায় রাখা হয়
আরও পড়ুন: বলিউডের ‘হটেস্ট’ জুটি, শাহরুখের স্ত্রী-ব্যবসায়ী গৌরী খানের বিয়ের আগের পদবী কী জানেন?
ইন্টারন্যাশনাল কোর্স এক্সপেরিয়েন্স র্যাঙ্ক- এক্ষেত্রে দেখা হয়, নিজেদের ক্যাম্পাস স্টেটের বাইরে এই স্কুলের শিক্ষার্থীরা বাইরে কতটা সক্রিয়।
এফটি রিসার্চ র্যাঙ্ক- এতে দেখা হয় ফ্যাকাল্টি মেম্বাররা কোথায়, কেন এবং কীভাবে নিজেদের রিসার্চ পাবলিশ করছেন। উল্লেখ্য, এবারে জানুয়ারি, ২০২১ থেকে জুলাই ২০২৩ সময়ব্যাপী সমস্ত জার্নাল গ্রহণ করা হয়।
এমপ্লয়ি অ্যাট থ্রি মানথ্স- এতে দেখা হয় কোর্স শেষ করার তিন মাসের মধ্যে শিক্ষার্থীরা কত জন এবং কোথায় চাকরি পেয়েছেন।
কেরিয়ার প্রগ্রেস র্যাঙ্ক- এতে অর্গানাজেশনের আকার এবং পূর্ববর্তী ও পরবর্তী ব্যাচের মধ্যে তুলনামূলক রিসার্চ করা হয়।