TRENDING:

TET: ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশই বহাল, সিঙ্গল বেঞ্চের রায়েই সিলমোহর জানালো ডিভিশন বেঞ্চ

Last Updated:

ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশও বহাল থাকছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রাথমিক স্কুলের শিক্ষক পদ থেকে অপসারিত ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিলমোহর দিয়ে এ কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ৷
টেট মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল৷
টেট মামলায় সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল৷
advertisement

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার৷ যদিও গত জুন মাসে পাঁচ দিন প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেওয়া কোনও নির্দেশেই পরিবর্তন করেনি ডিভিশন বেঞ্চ৷ বহাল রেখেছে সিবিআই তদন্তের নির্দেশও৷

আরও পড়ুন: কলকাতায় চলছে জেরা, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল অভিষেকের করা ইডি মামলার শুনানি

advertisement

ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশও বহাল থাকছে৷ সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ করতেই রাজি হয়নি ডিভিশন বেঞ্চ৷ একই সঙ্গে নিয়ম বহির্ভূত ভাবে চাকরি পাওয়ার অভিযোগে বরখাস্ত হওয়া ২৬৯ জন চাকরি ফেরানোর জন্য দ্রুত শুনানির আর্জি জানাতে পারবেন না বলেও এ দিন জানিয়ে দিয়েছে আদালত৷

advertisement

ডিভিশন বেঞ্চের এই রায়কে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিপ্রার্থীদের অন্যতম আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যা৷ তিনি বলেন, 'প্রাথমিক নিয়োগ ডিভিশন বেঞ্চের রায় আমরা খুশি। সিঙ্গেল বেঞ্চের রায় যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত এটাই প্রমাণ হলো। বাইরে হইচই করে সব অপেক্ষারতদের চাকরি দেওয়া হবে বলা হলেও সেগুলো আইনি পরিধি মধ্যে করতে হবে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রান্নার প্যাশনকে কাজে লাগিয়ে বের করলেন দুর্দান্ত বিজনেস আইডিয়া, করছেন অঢেল লাভ
আরও দেখুন

পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ শান্তনু সেন বলেন, 'সিঙ্গল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ বহাল রাখা মানেই তো কেউ দোষী প্রমাণিত হয়ে গেলেন না৷ তদন্ত তো এখনও চলছে৷'

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
TET: ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশই বহাল, সিঙ্গল বেঞ্চের রায়েই সিলমোহর জানালো ডিভিশন বেঞ্চ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল