TRENDING:

TET Results Update 2024: নিয়োগে বড় আপডেট! ভোটের আগেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ! আগামী সপ্তাহের শুরুতেই বড় সিদ্ধান্ত?

Last Updated:

TET Results Update 2024: আগামী সপ্তাহেই প্রাথমিকের টেটের মডেল উত্তরপত্র আপলোড করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই পর্ষদ সূত্রে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর এবার ফল প্রকাশের প্রস্তুতি শুরু করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর ভোটের আগেই টেটের ফল প্রকাশ করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রাথমিকের টেটের ফল প্রকাশ
প্রাথমিকের টেটের ফল প্রকাশ
advertisement

গতবার অবশ্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই টেটের ফল প্রকাশ করে দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে ২০২৩ এর ডিসেম্বরে টেট নিলেও এখনও টেটের ফল প্রকাশ করেনি পর্ষদ। পর্ষদ সূত্রে খবর আগামী সপ্তাহেই প্রাথমিকের টেটের মডেল উত্তরপত্র আপলোড করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর সেই মডেল উত্তরপত্রের উপর পরীক্ষার্থীদের মতামত নেবে পর্ষদ।৭ দিন ধরে এই মতামত নেওয়া হতে পারে বলে পর্ষদ সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন: সক্রিয় ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স…! ৭২ ঘণ্টায় আবহাওয়ার তোলপাড়! ভারী বৃষ্টি সতর্কতা রাজ্যে রাজ্যে! বিরাট আপডেট দিল IMD

মতামত নেওয়ার পর পর্ষদ টেটের চূড়ান্ত ফল প্রকাশ করে দেবে। এবারে প্রাথমিকের টেট দিয়েছে প্রায় ২.৫০ লক্ষ পরীক্ষার্থী। যা গতবারের তুলনায় অনেকটাই কম। তবে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি জারি হলেও তার প্রভাব টেটের ফল প্রকাশের উপর পড়বে না বলেই দাবি পর্ষদের। পর্ষদের আধিকারিকদের দাবি যেহেতু পরীক্ষা অনেক আগেই নেওয়া হয়েছে ও এই প্রক্রিয়া চলছে তাতে কোনও অসুবিধা হবে না এই পরীক্ষার ফল প্রকাশে। সেক্ষেত্রে মার্চ মাসের  মধ্যেই টেটের ফল প্রকাশ করে দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।

advertisement

তবে গতবারের তুলনায় কেন ফল প্রকাশে দেরি হচ্ছে? পর্ষদের আধিকারিকদের ব্যাখ্যা, আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নিতে হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া নিয়ে পর্ষদের ব্যস্ততা ছিল। সেই কারণেই ফল প্রকাশে দেরি হচ্ছে পর্ষদের। যদিও ফল প্রকাশের বিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পালের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে আদালতের নির্দেশ মোতাবেক প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের মেধাতালিকা প্রকাশ করেছে। তবে এবারও টেটের ফলপ্রকাশ নিয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
TET Results Update 2024: নিয়োগে বড় আপডেট! ভোটের আগেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ! আগামী সপ্তাহের শুরুতেই বড় সিদ্ধান্ত?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল