TRENDING:

Burdwan University: সমাবর্তনের পরই বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ি ক্যাম্পাসে,কী দাবি পড়ুয়াদের?

Last Updated:

এসএফআইয়ের দাবি,অবিলম্বে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট বের করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সদ্য অনুষ্ঠিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। তার রেশ কাটতে না কাটতেই পড়ুয়াদের বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন রাজবাড়ি ক্যাম্পাসে। শুক্রবার সেখানে অবস্হান বিক্ষোভ করে এসএফআই।
সমাবর্তনের পরই বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ি ক্যাম্পাসে,কী দাবি পড়ুয়াদের?
সমাবর্তনের পরই বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ি ক্যাম্পাসে,কী দাবি পড়ুয়াদের?
advertisement

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশকে ঘিরে নানান টালবাহানা চলছে। তার ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে পড়ুয়াদের। বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের উচ্চ শিক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। সময়ে ফল প্রকাশ না হওয়ায় বিপাকে পড়ছেন হাজার হাজার ছাত্রছাত্রী।

এসএফআইয়ের দাবি,অবিলম্বে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট বের করতে হবে। সেই সঙ্গে অতি দ্রুত স্নাতক স্তরের ফলের হার্ডকপি বের করা উচিত বিশ্ববিদ্যালয়ের।  এই দুই মূল দাবি সহ একগুচ্ছ দাবিতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাটি ক্যাম্পাসে শুক্রবার অবস্থান বিক্ষোভ করল এসএফআই। পরে তারা তাদের দাবির সমর্থনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয়।

advertisement

এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলার সম্পাদক উষসী রায়চৌধুরী বলেন, এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট প্রকাশ করা হয়নি। এর ফলে অসংখ্য ছাত্রছাত্রী স্নাতকোত্তর স্তরে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শুধু তাই নয়, স্নাতক স্তরের অন্যান্য পরীক্ষার ফলাফলের হার্ড কপি এখনও দিতে পারেনি বিশ্ববিদ্যালয়।

তিনি আরও জানান, ‘পাঁচ মাস আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেও এখনও ডিগ্রি কোর্সে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই গাফিলতি পড়ুয়াদের চরম সঙ্কটে ফেলেছে। তাই দ্রুত ফল প্রকাশ করে স্নাতকোত্তর স্তরে ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবি জানাচ্ছি আমরা। তা নাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

কিছুদিন আগেই এসএফআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই রাজবাড়ি ক্যাম্পাসে। সেবার বন্ধ গেটে ধাক্কা দিয়ে খুলে এসএফআই সমর্থিত পড়ুয়ারা ভিতরে ঢুকতে চাইলে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেয়। এ দিন অবশ্য রাজবাড়ি ক্যাম্পাসের মূল গেট খোলাই ছিল। বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ি ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে তাঁদের সেভাবে বাধার মুখে পড়তে হয়নি।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Burdwan University: সমাবর্তনের পরই বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ি ক্যাম্পাসে,কী দাবি পড়ুয়াদের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল