TRENDING:

Teachers Recruitment TET: বাংলায় প্রাথমিক-উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ চলছে, কত শিক্ষক এখনও টেট অনুত্তীর্ণ রয়েছেন? জানতে চাইল কেন্দ্র

Last Updated:

Teachers Recruitment TET: যাঁরা টেট উত্তীর্ণ নন, তাঁদের পরবর্তী দু’বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। না হলে চাকরি ছাড়তে হবে, অথবা, চূড়ান্ত সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কোন রাজ্যে কত টেট অনুত্তীর্ণ শিক্ষক রয়েছেন, জানতে চাইল কেন্দ্র। সূত্রের খবর, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। গত বছর অগাস্টে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ এক রায়ে নির্দেশ দিয়েছিল, সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতেই হবে।
মোট ২০ কিউবিকল থাকবে। প্রত্যেকটি কিউবকলে বসতে পারবেন তিনজন বিশেষজ্ঞ থাকবে। প্রত্যেকের কাছে থাকবে পৃথক ল্যাপটপ। প্রার্থীর তথ্য যাচাই, ইন্টারভিউ বা ক্লাস ডেমোস্টেশন-এর নম্বর দেওয়া হবে অনলাইনে।
মোট ২০ কিউবিকল থাকবে। প্রত্যেকটি কিউবকলে বসতে পারবেন তিনজন বিশেষজ্ঞ থাকবে। প্রত্যেকের কাছে থাকবে পৃথক ল্যাপটপ। প্রার্থীর তথ্য যাচাই, ইন্টারভিউ বা ক্লাস ডেমোস্টেশন-এর নম্বর দেওয়া হবে অনলাইনে।
advertisement

যাঁরা টেট উত্তীর্ণ নন, তাঁদের পরবর্তী দু’বছরের মধ্যে ওই পরীক্ষায় পাশ করতে হবে। না হলে চাকরি ছাড়তে হবে, অথবা, চূড়ান্ত সুযোগ-সুবিধা নিয়ে বাধ্যতামূলক অবসরের জন্য আবেদন করতে হবে। শুধু অব্যাহতি দেওয়া হয়েছিল সেই সব শিক্ষককে যারা আগামী পাঁচ বছরে অবসর নেবেন।

আরও পড়ুন: আর জয়েন্ট বোর্ড নয়, প্রেসিডেন্সিতে স্নাতকে ভর্তি হওয়ার পরীক্ষা নেবে প্রেসিডেন্সিই! জরুরি খবর জানুন

advertisement

গত বছরের শেষে এই রায় পুনর্বিবেচনার জন্য পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফেও চিঠি দেওয়া হয় কেন্দ্রের কাছেও।

তারই প্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিবের তরফে চিঠি পাঠানো হয়েছে। জানতে চাওয়া হয়েছে, সুপ্রিম কোর্টের রায়ের ফলে কোন রাজ্যে কত শিক্ষক ফলে অসুবিধায় পড়তে চলেছেন। শুধু তাই নয়, রাজ্যগুলি কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের জন্য আলাদা করে চাকরি ও আর্থিক সুরক্ষায় কী পদক্ষেপ করতে চলেছে, তাও প্রস্তাব আকারে জমা দিতে বলা হয়েছে রাজ্যগুলিকে। রাজ্যের আইন বিশেষজ্ঞদের মতামতও জানাতে হবে কেন্দ্রকে। ১৬ জানুয়ারির মধ্যে তার পাঠাতে হবে কেন্দ্রকে।

advertisement

আরও পড়ুন: পশুচিকিৎসক হওয়ার জন্য কী পরীক্ষা দিতে হয়? স্নাতকের সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান

এর আগেই এ রাজ্যের শিক্ষক সংগঠনগুলি দাবি করেছিল, সুপ্রিম কোর্টের এই রায় কার্যকর হলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলিয়ে প্রায় ৯৬ হাজার শিক্ষক শিক্ষিকা কাজ হারাবেন। সারা দেশের হিসেবে সংখ্যাটা প্রায় ৭০ লক্ষ। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, “আমরা চাই কেন্দ্র অর্ডিন্যান্স জারি করে এই সমস্যার দ্রুত সমাধান করুক।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাস্টারমশাই নয়, বন্ধুদের স্কুলে ফেরাতে দুয়ারে হাজির ছাত্রীরাই! মাঠে নামল কন্যাশ্রী ক্লাব
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Teachers Recruitment TET: বাংলায় প্রাথমিক-উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ চলছে, কত শিক্ষক এখনও টেট অনুত্তীর্ণ রয়েছেন? জানতে চাইল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল