TRENDING:

Teacher Recruitment Scam: মানিক ভট্টাচার্যকে অপসারণ রাজ্যের! আগামিকালই দায়িত্বে নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল

Last Updated:

Teacher Recruitment Scam: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হল। পাশাপাশি ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গঠন করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: টেট-দুর্নীতি মামলার জের। মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে সরানোর নির্দেশ জারি করল রাজ্য সরকার। পরিবর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হল। পাশাপাশি ১১ জনের নতুন অ্যাড হক কমিটি গঠন করা হল প্রাথমিক শিক্ষা পর্ষদে। যেখানে নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, অভিক মজুমদার, রঞ্জন চক্রবর্তীর মত বিশিষ্ট শিক্ষাবিদদের নিয়ে আসা হল। আগামিকালই পর্ষদের নয়া সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন গৌতম পাল। "আমি যা বলার আগামী কালই বলবো।"জানালেন নয়া সভাপতি গৌতম পাল।
নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল
নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল
advertisement

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ অনেক আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন সচিব রত্না চক্রবর্তী বাগচী, এমনটাই জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: বড় খবর! TET দুর্নীতি মামলার জের, মানিক ভট্টাচার্যকে পর্ষদ সভাপতির পদ থেকে সরিয়ে দিল রাজ্য!

advertisement

তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তবে তাঁর আবেদনে সাড়া দেয়নি আদালতের ডিভিশন বেঞ্চ। অবশেষে মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল রাজ্য।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন ইডির হাতে। তাঁর গ্রেফতারির কিছুদিনের মধ্যেই মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি। কলকাতা হাইকোর্টে স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেবও চাওয়া হয়েছিল তাঁর থেকে। অনেকের অনুমান, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যে যে নথি হাতে পেয়েছে ইডি তা খতিয়ে দেখেই মানিককে তলব করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Teacher Recruitment Scam: মানিক ভট্টাচার্যকে অপসারণ রাজ্যের! আগামিকালই দায়িত্বে নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল