গুরুত্বপূর্ণ তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: শতাধিক শূন্যপদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক নিয়োগ করবে 'এই' বিশ্ববিদ্যালয়
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩২ হাজার শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: কারেন্সি নোট প্রেসে বিপুল নিয়োগ, আবেদনের শেষ দিন ২৫ জানুয়ারি!
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
প্রার্থীদের মূলত প্রাইমারি (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) এবং আপার প্রাইমারি (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) স্তরে শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | রাজস্থান এডুকেশন ডিপার্টমেন্ট (Education Department of Rajasthan) |
পদের নাম | শিক্ষক |
শূন্যপদের সংখ্যা | ৩২০০০ |
কাজের স্থান | রাজস্থান |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | কিছু জানানো হয়নি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ০৯.০২.২০২২ |
আবেদন পদ্ধতি:
*প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে sso.rajasthan.gov.in যেতে হবে
*“Teacher recruitment” লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্রটি পূরণ করতে হবে
*প্রার্থীদের নির্দিষ্ট মোবাইল নম্বর, আধার নম্বর এবং ইমেল আইডি আবেদনপত্র উল্লেখ করতে হবে
*এরপর আবেদন ফি সহ আবেদনপত্রটি সম্পূর্ণ জমা করতে হবে
*প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন
আবেদন ফি:
জেনারেল ও ওবিসি প্রার্থীদের ১০০ টাকা, ওবিসি (এনসিএল) প্রার্থীদের জন্য ৭০ টাকা এবং SC/ST/EWS ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৬০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।