আরও পড়ুনঃ সবসময় পিছনে হাত দিয়ে দাঁড়ান? হাতটা কীভাবে রাখেন? আপনার এই ভঙ্গিই বলবে ব্যক্তিত্বের গোপন দিক
অষ্টম শ্রেণির পাঠক্রমে চলতি শিক্ষাবর্ষ থেকেই তা অন্তর্ভুক্ত করা হল। পকসো আইনের পাশাপাশি চলতি শিক্ষাবর্ষ থেকেই গুড টাচ ব্যাড টাচ আরও বড় ভাবে সিলেবাসে নিয়ে আসা হল। শুধু পকসো নয়, স্কুলের পাঠ্যবইতে এবার আসতে চলেছে আত্মসচেতনতার পাঠ। সেইসঙ্গে সাইবার অপরাধ সংক্রান্ত সচেতনতাও স্থান পেল স্কুলের পাঠ্য বইতে। ঠিক কী কী বিষয় পড়ুয়াদের পড়তে হবে? মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় – ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যই এই অংশ আনা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ ক্রমেই এই pocso আইন সম্পর্কে ছাত্রছাত্রীদের জানানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে আমি রিপোর্ট চেয়েছি সংশ্লিষ্ট বিভাগের থেকে। তবে মূল উদ্দেশ্য আমাদের পড়ুয়াদের মধ্যে সচেতনতা বাড়ানো।
advertisement
আরও পড়ুনঃ খুব সাধারণ মনে হলেও এই ৫ উপসর্গ দেখলেই সাবধান! ঘাতক ইউরিক অ্যাসিড বাসা বাঁধছে দেহে
সূত্রের খবর অনুযায়ী, সাইবার অপরাধ কী এবং এই অপরাধ করলে কী শাস্তি তার বিস্তারিত উল্লেখ থাকবে পাঠ্যবইতে। অশ্লীল কনটেন্ট পাঠালে কী শাস্তি হয়? কীভাবে তা এড়ানো যায়? অশ্লীল কন্টেন্ট যাতে কেউ তৈরি করতে না পারে তার জন্য কীভাবে সতর্ক হতে হবে? এ বিষয়েও জানতে হবে পড়ুয়াদের।