ছুটির হোমওয়ার্ক প্রোগ্রামের অধীনে, প্রতিটি কেন্দ্রে বিষয় বিশেষজ্ঞ সহ চারজন শিক্ষক থাকবেন। তাঁরা শিক্ষার্থীদের গাইড করবেন। হেল্প ডেস্ক ছুটির দিন ছাড়া সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকবে। সংশিষ্ট দফতর থেকে একটি ট্যুইটে টোল-ফ্রি নম্বর এবং হেল্প ডেস্ক চালু করার বিষয়ে জানানো হয়েছে। শিক্ষার্থীদের এই পরিষেবার সুবিধা নিতে উত্সাহিত করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ আর চিন্তা করতে হবে না পড়াশোনা নিয়ে, সরকারের ‘পাঁচ’ স্কলারশিপ পূরণ করবে পড়ুয়াদের স্বপ্ন
এই উদ্যোগের লক্ষ্য হল পড়ুয়াদের সহায্য প্রদান করা। যারা গ্রীষ্মকালীন ছুটিতে হোমওয়ার্ক করতে গিয়ে আটকে যাচ্ছে বা কিছু বুঝতে পারছে না মূলত সেই সকল ছাত্র-ছাত্রীদের। বিশেষ করে চলমান তাপপ্রবাহের জন্য সরকার গ্রীষ্মের ছুটি অনেকটাই আগে থেকে শুরু করেছে। স্কুল এবং গণশিক্ষা বিভাগ নিশ্চিত করতে চায় যে শিক্ষার্থীরা যেন তাদের ছুটির হোমওয়ার্ক সম্পূর্ণ করে এবং সামনের শিক্ষাবর্ষের জন্য প্রস্তুত হতে পারে।
বিভাগের একজন সিনিয়র অফিসারের কথায়, ‘বিভাগ প্রতিটি জেলায় হলিডে হোমওয়ার্ক প্রোগ্রামের জন্য একটি হেল্প ডেস্ক সেল খুলেছে। প্রতিটি বিষয় বিশেষজ্ঞ সহ চারজন শিক্ষক রয়েছেন, যারা শিক্ষার্থীদের বাড়ির কাজে করতে সহায্য করবেন। ছুটির দিন ছাড়া রোজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেল খোলা থাকবে।’
আরও পড়ুনঃ আজ থেকে স্কুলে গরমের ছুটি! কিন্তু ছুটির মেজাজও পড়ুয়াদের করতে হবে পড়াশোনা
ওড়িশা সরকারের প্রাথমিক সময়সূচি অনুসারে ১৯ মে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ওড়িশা শিক্ষা বিভাগ রাজ্যে তাপপ্রবাহের কারণে ২১ এপ্রিল ছুটি শুরু করে দেয়। স্কুল খোলার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।