TRENDING:

Summer Vacation: আজ থেকে স্কুলে গরমের ছুটি! কিন্তু ছুটির মেজাজও পড়ুয়াদের করতে হবে পড়াশোনা

Last Updated:

বাজল ছুটির ঘণ্টা! আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি পড়ল। তীব্র গরমের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ২ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি দেওয়া হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বাজল ছুটির ঘণ্টা! আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি পড়ল। তীব্র গরমের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন ২ মে থেকে শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি দেওয়া হবে। সেই মোতাবেক আজ, মঙ্গলবার থেকে গরমের ছুটি পড়ছে রাজ্য জুড়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে।
আজ থেকে স্কুলে গরমের ছুটি!
আজ থেকে স্কুলে গরমের ছুটি!
advertisement

প্রসঙ্গত, মে মাসের মাঝখান থেকে স্কুলের গরমে ছুটি পড়ে। কিন্তু পড়ুয়াদের নাজেহাল অবস্থার কারণে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছে। এপ্রিল মাসের শেষে তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল সরকারি নির্দেশে। গত কয়েকদিন আবহাওয়ার উন্নতি হওয়ায় এবং মাঝেমধ্যেই বৃষ্টির দেখা মেলায় স্কুলে তাড়াতাড়ি করে গরমের ছুটি কেন দেওয়া হচ্ছে সরকারেক পক্ষ থেকে, সেই নিয়েই প্রশ্ন তুলেছিল বিভিন্ন শিক্ষক সংগঠন। তবুও সরকার তাদের সিদ্ধান্তে অনড় থাকে।

advertisement

করোনাকালে পড়ুয়াদের পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয়েছে। এখন একটানা এতদিন ছুটি পড়ুয়াদের আরও ক্ষতি করবে বলে একাংশের মত। তাই, গরমের ছুটির পর স্কুল খুললেই অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। অর্থাৎ গরমের ছুটির জন্য যে সমস্ত ক্লাসগুলি নষ্ট হয়েছে সেই ক্লাসের ক্ষতিপূরণ মেটাতে হবে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পাশাপাশি গরমের ছুটিতে রাজ্যের একাধিক স্কুল অনলাইনে ক্লাস নেওয়ার পথে হাঁটছে। বিশেষত বেসরকারি স্কুলগুলি অনলাইনে ক্লাস নেবে। কলকাতার একাধিক সরকারি স্কুলও অনলাইনে ক্লাস নিতে চলেছে। কিন্তু গ্রামের দিকের স্কুলে পরিকাঠামোর অভাবে তা করা সম্ভব নয়। তাই, স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস করাতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের শেষ সপ্তাহ থেকে ১১ দিনের জন্য গরমের ছুটি দেওয়া ছিল। এবছর তা অনেকটাই এগিয়ে আনা হল।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Summer Vacation: আজ থেকে স্কুলে গরমের ছুটি! কিন্তু ছুটির মেজাজও পড়ুয়াদের করতে হবে পড়াশোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল