TRENDING:

সকালে নাকি দুপুরে, স্কুল কখন শুরু হবে? পর্ষদ ও জেলার টানাপোড়েন, সূচী 'বদলে' মহা বিপদে পড়ুয়ারা

Last Updated:

পর্ষদ ও বাঁকুড়া জেলা বিদ্যালয় সংসদের টানাপোড়েনে এভাবে বারংবার স্কুলের সূচী বদলে সবথেকে বেশি সমস্যায় পড়েছে বাঁকুড়া জেলার প্রাথমিক স্কুলগুলি। বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবী এভাবে বারংবার সূচী বদলে অভিভাবক, পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া:  সকালে স্কুল করার নির্দেশিকা দিয়ে ফের পর্ষদের ভৎর্সনা, বিভ্রান্তিতে জেলার সমস্ত প্রাথমিক স্কুল শিক্ষক শিক্ষিকারা৷ গ্রীষ্মের ছুটির আগে পর্ষদের অনুমতি না নিয়ে একতরফা ভাবে স্কুলের সময়সূচী পরিবর্তন করে পর্ষদের ভৎর্সনার মুখে পড়েছিল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। তড়িঘড়ি পুরানো সূচী কার্যকর করেছিল বিদ্যালয় সংসদ। গ্রীষ্মের ছুটি শেষ হতেই ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সকালে স্কুল করার সার্কুলার দিতেই পর্ষদের ভৎর্সনার মুখে পড়ল সংসদ। জেলা বিদ্যালয় সংসদ ও পর্ষদের মধ্যে এই চাপানউতোরের মাঝে পড়ে বিভ্রান্ত বাঁকুড়া জেলার কয়েক হাজার স্কুল শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও পড়ুয়ারা।
News18
News18
advertisement

এপ্রিলের গোড়াতেই বাঁকুড়া জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির কথা চিন্তা করে জেলার প্রাথমিক স্কুলগুলি সকালে করার নির্দেশিকা জারি করে বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সেই নির্দেশিকা মেনে সকালে স্কুল শুরুও হয়। কিন্তু সকালে স্কুল শুরু হতেই পর্ষদ জানিয়ে দেয় বিদ্যালয় সংসদ এভাবে নির্দেশিকা দিয়ে স্কুলের সময়সূচী বদল করতে পারে না। পর্ষদের ভৎর্সনার পরেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে ফের পুরনো সূচী অনুযায়ী দুপুরে স্কুল খোলার নির্দেশিকা দেয় জেলা বিদ্যালয় সংসদ।

advertisement

আরও পড়ুনMahreshtala Incident: নাবালককে নৃশংসভাবে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ২, এখনও হদিশ মেলেনি ইসলামপুরের কিশোরের

গ্রীষ্মের ছুটি শেষ হতে ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটে। গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর গত ২ জুন বাঁকুড়া জেলার প্রাথমিক স্কুলগুলি খোলে। ২ জুনই বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ নির্দেশিকা দিয়ে জানায় অত্যধিক গরমের কথা ভেবে ৪ জুন থেকে জেলায় সকালে স্কুল খোলা হবে। সেই অনুযায়ী বাঁকুড়া জেলা জুড়ে সকালে স্কুল চালু হয়। আর তার মাঝেই গতকাল পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় পর্ষদের অনুমতি নিয়ে এই সূচী বদল হয়নি। বিজ্ঞপ্তিতে সকালের বদলে অবিলম্বে ফের দুপুরে স্কুল করার কথা জানানো হয়।

advertisement

পর্ষদ ও বাঁকুড়া জেলা বিদ্যালয় সংসদের টানাপোড়েনে এভাবে বারংবার স্কুলের সূচী বদলে সবথেকে বেশি সমস্যায় পড়েছে বাঁকুড়া জেলার প্রাথমিক স্কুলগুলি। বিভিন্ন প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবী এভাবে বারংবার সূচী বদলে অভিভাবক, পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হয়েছে। মার খাচ্ছে পড়ুয়াদের পঠন পাঠনও। বিদ্যালয় সংসদ ও পর্ষদের টানাপোড়েনের ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে শাসক দলের প্রাথমিক শিক্ষক সংগঠন। তবে প্রতিটি শিক্ষক সংগঠনেরই দাবী বাঁকুড়া সহ পশ্চিমের জেলাগুলির প্রতিকূল আবহাওয়ার কথা ভেবে সকালে স্কুল করার সিদ্ধান্তই যথোপযুক্ত।

advertisement

প্রিয়ব্রত গোস্বামী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
সকালে নাকি দুপুরে, স্কুল কখন শুরু হবে? পর্ষদ ও জেলার টানাপোড়েন, সূচী 'বদলে' মহা বিপদে পড়ুয়ারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল