কৃষাঙ্গীর জন্ম নদিয়ার ইসকন মায়াপুরে। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে থাকেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটি থেকে আইন পড়া শুরু করেন। ১৮ বছর বয়সে তিনি প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি লিগ্যাল প্র্যাকটিস কোর্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। ২০২৪ সালের নভেম্বরে তিনি সলিসিটার্স কোয়ালিফাইং এক্সামিনেশন দেন এবং ২০২৫ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ড ও ওয়েলসের সবচেয়ে তরুণ সলিসিটার হিসেবে যোগ্যতা অর্জন করেন।
advertisement
সম্প্রতি ল’ সোসাইটি গেজেট-এ প্রকাশিত তাঁর সাক্ষাৎকারে কৃষাঙ্গী জানান, মাত্র ১৫ বছর বয়সেই ওপেন ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়াশোনার সুযোগ পান তিনি। সেই অভিজ্ঞতাকেই সাফল্যের মূল ভিত্তি বলে মনে করেন। ২০২২ সাল থেকে একটি আন্তর্জাতিক আইন সংস্থায় কর্মরত কৃষাঙ্গী ইতিমধ্যেই সিঙ্গাপুরে কাজ করেছেন। পাশাপাশি অংশ নিয়েছেন হার্ভার্ড অনলাইনের গ্লোবাল প্রোগ্রামেও।
আইন ছাড়াও ফিনটেক, ব্লকচেন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আগ্রহী এই তরুণী ভবিষ্যতে ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহির সেরা আইনি সংস্থায় কাজ করতে চান। তবে তাঁর চূড়ান্ত লক্ষ্য সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়া।