Weekend Tour Destination: একধারে কাশবন ফুলে ফুলে সাদা...পদ্মবিলে শরত মেঘের ছায়া আর মাছের খেলা দেখতে ছোট্ট ছুটিতে আসুন ঘরের পাশেই এই অচিনপুরে

Last Updated:
Weekend Tour Destination: ছুটি কাটাতে এই জায়গায় আসুন, ঘন সবুজ বনাঞ্চলের সঙ্গে গ্রামীণ বাংলার সুন্দর প্রকৃতি উপভোগ করুন।
1/6
শ্রাবণ মাস শেষ হতে না হতেই ভাদ্রের রোদ ঝলমলে নীল আকাশে শুরু হয়ে গিয়েছে সাদা মেঘের খেলা। আর এমন মনোরম পরিবেশে ভ্রমণপ্রিয় বাঙালি ঘুরতে যাবেনা তা কি হয়! ( তথ্য ও চিত্র : দীপিকা সরকার)
শ্রাবণ মাস শেষ হতে না হতেই ভাদ্রের রোদ ঝলমলে নীল আকাশে শুরু হয়ে গিয়েছে সাদা মেঘের খেলা। আর এমন মনোরম পরিবেশে ভ্রমণপ্রিয় বাঙালি ঘুরতে যাবেনা তা কি হয়! ( তথ্য ও চিত্র : দীপিকা সরকার)
advertisement
2/6
দুর্গাপুরের এই জায়গায় এলে আপনি একই সঙ্গে পেয়ে যাবেন ঘন সবুজ গভীর জঙ্গলের মাঝে বিশাল জলাশয় সহ গ্রামবাংলার মনোরম প্রকৃতির অনুভূতি। জলাশয়ের পাড়ে রয়েছে সাজানো গোছানো থিম পার্ক। পার্কে রয়েছে রিসোর্ট। রয়েছে রাত্রি যাপনের সুবন্দোবস্ত।( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
দুর্গাপুরের এই জায়গায় এলে আপনি একই সঙ্গে পেয়ে যাবেন ঘন সবুজ গভীর জঙ্গলের মাঝে বিশাল জলাশয় সহ গ্রামবাংলার মনোরম প্রকৃতির অনুভূতি। জলাশয়ের পাড়ে রয়েছে সাজানো গোছানো থিম পার্ক। পার্কে রয়েছে রিসোর্ট। রয়েছে রাত্রি যাপনের সুবন্দোবস্ত।( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
3/6
সবুজ জঙ্গলের দূষণমুক্ত অক্সিজেন ও জলাধারের অপরূপ দৃশ্য শরীর ও মন সুস্থ করে তুলবে আপনার। দুর্গাপুরের এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আকর্ষণীয় স্থান রয়েছে দুর্গাপুর - ফরিদপুর ব্লকের নাচন গ্রামে।( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
সবুজ জঙ্গলের দূষণমুক্ত অক্সিজেন ও জলাধারের অপরূপ দৃশ্য শরীর ও মন সুস্থ করে তুলবে আপনার। দুর্গাপুরের এমনই এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আকর্ষণীয় স্থান রয়েছে দুর্গাপুর - ফরিদপুর ব্লকের নাচন গ্রামে।( ছবি ও তথ্য: দীপিকা সরকার)
advertisement
4/6
নাচন ড্যাম নামে খ্যাত জলাশয়টিকে কেন্দ্র করে গড়ে উঠছে নাচন থিম পার্ক। সেখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সপরিবারে খাওয়া দাওয়া গল্প আড্ডায় মেতে ওঠেন অনেকেই। পাশাপাশি উপরি পাওনা হিসেবে পাবেন ফ্রি তে ফিসিং অর্থাৎ মাছ ধরার সুযোগ। ওই জলাশয়ে এক গ্রাম থেকে ২০ কিলো ওজনের রুই, কাতলা, মিরিক, শোল সহ পুঁটি মাছও মেলে।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
নাচন জলাধার নামে খ্যাত জলাশয়টিকে কেন্দ্র করে গড়ে উঠছে নাচন থিম পার্ক। সেখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে সপরিবারে খাওয়া দাওয়া গল্প আড্ডায় মেতে উঠেন অনেকেই। পাশাপাশি উপরি পাওনা হিসেবে পাবেন ফ্রি তে ফিসিং করার অর্থাৎ মাছ ধরার সুযোগ। ওই জলাশয়ে এক গ্রাম থেকে ২০ কিলো ওজনের রুই, কাতলা, মিরিক, শোল সহ পুঁটি মাছও মেলে।
advertisement
5/6
এই মরশুমে ড্যামের জলাধারের চারিপাশ কাশ ফুলে ভরে উঠছে। নাচন ড্যামের পাশ বেয়ে একেবেঁকে লাল মাটির রাস্তা চলে গিয়েছে সোনাঝুড়ি গাছের গভীর জঙ্গলে।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
এই মরশুমে ড্যামের জলাধারের চারিপাশ কাশ ফুলে ভরে উঠছে। নাচন ড্যামের পাশ বেয়ে একেবেঁকে লাল মাটির রাস্তা চলে গিয়েছে সোনাঝুড়ি গাছের গভীর জঙ্গলে।( ছবি ও তথ্য :দীপিকা সরকার)
advertisement
6/6
এখানে রয়েছে লাল নুড়ি মোরামের পাথরে ভরা বিশাল এলাকা।সেখানে গেলেও মিলবে অনন্য এক অপূর্ব সৌন্দর্য।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
এখানে রয়েছে লাল নুড়ি মোরামের পাথরে ভরা বিশাল এলাকা।সেখানে গেলেও মিলবে অনন্য এক অপূর্ব সৌন্দর্য।(ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
advertisement
advertisement