শিলিগুড়ি গোশালা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা শুভম। বন্ধুদের ফোন পেয়ে প্রথমে বিশ্বাসই হয়নি। কিন্তু ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে৷ শুভম জানিয়েছেন, ভেবেছিলাম ভাল হবে। কিন্তু এতটা ভাল হবে বুঝতে পারিনি।
আরও পড়ুন: ICSE ও ISC-র ফলাফল প্রকাশিত, এক ক্লিকে দেখে নিন রেজাল্ট
আরও পড়ুন: প্রথম স্থানে দুজন, দ্বিতীয় স্থানে পাঁচজন, ISC- তে সেরাদের তালিকায় বাংলার কারা?
advertisement
ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ভক্ত শুভম। বাবা ব্যবসায়ী। মা গৃহবধূ। আইন নিয়ে পড়তে চায় শুভম৷
Check : ডব্লিউবি মাধ্যমিক 10 তম ফলাফল 2023
অন্যদিকে অষ্টম শ্রেণি থেকেই সাইকোলজি নিয়ে পড়ার স্বপ্ন মান্যার। এবার সাইকোলজি পড়তে বিদেশে যাওয়ার ইচ্ছে তাঁর। নিউ গড়িয়ার বাসিন্দা মান্যার বাড়িতে রয়েছে মা। বাবা ও বোন আপাতত দিল্লিতে রয়েছেন। রবিবার রেজাল্ট বের হওয়ার পর থেকে আবেগ আর ধরে রাখতে পারছে না গোটা পরিবার। মুহূর্তের মধ্যে গোটা জীবনটাই যেন পাল্টে গিয়েছে মান্যার। তাঁর কথায়, ‘রেজাল্টের পর থেকে বন্ধুরা এসেছে বাড়িতে। কিন্তু আমি টপার, বসে বসে ইন্টারভিউ দিচ্ছি। অন্যরমক লাগছে’ আইএসসি পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৬.৮৮ শতাংশ।