নতুন নির্দেশ অনুযায়ী, কাউন্সেলিং সেন্টারে প্রবেশের অনুমতি থাকবে শুধুমাত্র সংশ্লিষ্ট বেসরকারি মেডিকেল কলেজের নিযুক্ত একজন নোডাল অফিসার এবং আরও দু’জন নির্বাচিত প্রতিনিধি—যাদের সঠিক পরিচয়পত্র থাকবে। অর্থাৎ, কোনওভাবেই একটি কলেজ থেকে তিনজনের বেশি প্রতিনিধি কাউন্সেলিং সেন্টারে প্রবেশ করতে পারবেন না।
advertisement
‘গঙ্গার টানেলের মাটি আমার কাছে, আমি চাই…’ কলকাতায় মেট্রো চড়ে আবেগপ্রবণ মোদি কী বললেন?
স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই নিয়ম লঙ্ঘন করা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ভর্তি প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এমন সিদ্ধান্ত। বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলিকে ইতিমধ্যেই চিঠি পাঠিয়ে নতুন নিয়ম সম্পর্কে অবহিত করা হয়েছে।
রাজ্যের দাবি, এই উদ্যোগের ফলে ভর্তি কাউন্সেলিং প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে এবং দীর্ঘদিন ধরে সিট কেনাবেচা নিয়ে যে অভিযোগ উঠত, তা এ বার কার্যত বন্ধ হবে।