উল্লেখ্য, লিখিত পরীক্ষা নেওয়ার একমাসের মাথায় এ বার জয়েন্টের ফল প্রকাশ করছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড৷ এ বারে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে এই বিষয়ে খবর দিয়েছেন৷
advertisement
তিনি জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে, ২০২৩, শুক্রবার, বেলা ২.৩০টের সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে৷ প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার৷ তাঁরা তাঁদের র্যাঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন৷ সকল পরীক্ষার্থীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই৷’
উল্লেখ্য, বুধবার রাজ্যের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে৷ বেলা ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করা হবে৷ এর পর বেলা সাড়ে বারোটা থেকে পরীক্ষার্থীরা তাঁদের পরীক্ষার ফল দেখতে পারবেন ওয়েবসাইটে৷ এ বারে প্রায় ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক দিয়েছেন৷ গত ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল, যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত৷