নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার জন্য মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন। যার মধ্যে নবম- দশমের নিয়োগের জন্য প্রায় ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী, একাদশ-দ্বাদশ এর জন্য প্রায় ২লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। ২০১৬ নিয়োগের তুলনায় ২ লক্ষ ৩০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে এবারের নিয়োগে। লিখিত পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে? এ নিয়ে শীঘ্রই রাজ্য বৈঠক বসতে চলেছে বলেই সূত্রের খবর।
advertisement
অন্যদিকে, চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে ১৩ হাজার ৭০০ জন যোগ্য শিক্ষক আবেদন করলেন এসএসসি নিয়োগের জন্য। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগের আবেদন প্রক্রিয়া সোমবার রাত ১১:৫৯ মিনিটে শেষ হয়। ২০১৬-র নিয়োগের আবেদনের তুলনায় এবারের আবেদন বাড়ল ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রায় মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে এবারের নিয়োগের জন্য নবম দশম স্তরে প্রায় ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। একাদশ-দ্বাদশের জন্য আবেদন করেছেন প্রায় ২ লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী।