মূলত তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণী ছাত্রছাত্রীদের এই গুণমান যাচাইয়ের জন্য পরীক্ষা নেওয়া হবে। মোট ৩০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য। অষ্টম ও দশম শ্রেণী ছাত্রছাত্রীদের ৪০ ও ৫০ নম্বরে হবে পরীক্ষা। মূলত অঙ্ক, পরিবেশ বিদ্যা, সোশ্যাল সায়েন্স এবং প্রথম ভাষার উপর হবে এই সার্ভে বা সমীক্ষা। তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, অঙ্ক ও পরিবেশ বিদ্যার উপর পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, অঙ্ক, পরিবেশ বিদ্যার উপর অষ্টম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, অঙ্ক, বিজ্ঞান ও সোশ্যাল সায়েন্সের উপর দশম শ্রেণীর ক্ষেত্রে প্রথম ভাষা, ইংরেজি, অঙ্ক, সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের বিষয়ের উপর এই স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে বা পরীক্ষা।
advertisement
আরও পড়ুন- মমতা-অভিষেকের সফরের মধ্যেই আইনি যুদ্ধে সাকেত বনাম মেঘালয় সরকার
মূলত স্কুলে স্কুলে পড়ুয়াদের শিক্ষার মান কতটা উন্নতি হচ্ছে তা বুঝতেই এই সমীক্ষা রাজ্য স্কুল শিক্ষা দফতরের। চলতি বছর থেকেই এই সমীক্ষা স্কুলে স্কুলে শুরু করতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এবার থেকে প্রতিবছরই এই সমীক্ষা পর্ব হবে বলেই রাজ্য স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই এই সমীক্ষার প্রস্তুতি ও নেওয়া শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।সাম্প্রতিক সময়ে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ এ তোলপাড় হয়েছে রাজ্য। শিক্ষকদের মান নিয়ে উঠেছে প্রশ্ন। সেদিক থেকে এই সমীক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজ্য।