একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য এসএসসিকে মোট ১২ হাজার ৫১৪ টি শূন্যপদ পাঠায় স্কুল শিক্ষা দফতর। চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরানোর জেরে সেই শূন্য পদ কমছে আরো প্রায় ৫০টি।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। একাদশ এবং দ্বাদশ স্তরেও চাকরিহারাদের পুরনো চাকরিতে ফেরানো হয়েছে।
advertisement
তার জেরে শূন্য পদের সংখ্যা একাদশ এবং দ্বাদশের শিক্ষক নিয়োগে কমছে। ঘোষিত শূন্য পদের থেকে আরো ৫০টি শূন্যপদ কমছে।
ইতিমধ্যেই, একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার জন্য চূড়ান্ত শূন্য পদের তালিকা এসএসসিকে পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
ইন্টারভিউ তালিকা আজ প্রকাশের সঙ্গেই বিষয়ভিত্তিক চূড়ান্ত শূন্য পদ কত হল সেই তালিকা ও কমিশনের প্রকাশ করবে বলেই সূত্রের খবর।
একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের আজ, শনিবার ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ। তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষার নম্বরের (৬০) পাশাপাশি শিক্ষকতার অভিজ্ঞতা (১০) এবং শিক্ষাগত যোগ্যতা (১০) তিনটি বিষয়ের উপর প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি হচ্ছে ইন্টারভিউ তালিকা। আজ বিকেলের পরই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করবে এসএসসি।
