TRENDING:

SSC- এর শিক্ষক নিয়োগ এর ইন্টারভিউ শুরু, জোরকদমে চলছে একাদশ-দ্বাদশ শ্রেণির নথি যাচাইয়ের কাজও

Last Updated:

একদিকে চলছে একাদশ-দ্বাদশ শ্রেণির নথি যাচাইয়ের কাজ। অন্য দিকে বৃহস্পতিবার থেকে আঞ্চলিক ভাবে শুরু হল বাংলা, ইংরেজি বিষয় দিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অযোগ্যদের তালিকা প্রকাশের দিনই শুরু হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথম দিনের ইন্টারভিউ কেমন হল? একদিকে চলছে একাদশ-দ্বাদশ শ্রেণির নথি যাচাইয়ের কাজ। অন্য দিকে বৃহস্পতিবার থেকে আঞ্চলিক ভাবে শুরু হল বাংলা, ইংরেজি বিষয় দিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া।
News18
News18
advertisement

পরীক্ষা সংক্রান্ত কাজের সুবিধার জন্য এসএসসি-র পাঁচটি অঞ্চল রয়েছে। উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে শুরু হয়েছে ইন্টারভিউ। ২০১৬ সালে শেষবার এসএসসি-তে অঞ্চলভিত্তিক ইন্টারভিউ হয়েছিল। অবশ্য সম্প্রতি উচ্চ প্রাথমিকের যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, তা কিন্তু আর অঞ্চলভিত্তিক নেই।

আরও পড়ুন-হাঁটুর বয়সি পুরুষই কি মালাইকার নতুন প্রেমিক? পেশায় নাকি হিরে ব্যবসায়ী, কে এই ‘মিস্ট্রি ম্যান’? চিনে নিন

advertisement

জেলাভিত্তিক পাঁচটি অঞ্চলে চারটি করে ভোট করা হয়েছে। যেখানে ইংরেজি বাংলা ইন্টারভিউ প্রক্রিয়ার জন্য আলাদা করে বিশেষজ্ঞ রাখা হয়েছে। প্রত্যেক বোর্ডে সর্বোচ্চ ৩৫ জন করে প্রার্থীকে ডাকা হচ্ছে। তবে বেশ কিছু বোর্ডের প্রার্থী বেশিও ডাকা হচ্ছে সেটা নির্ভর করছে কোন অঞ্চলে কত প্রার্থী রয়েছে।

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী…! শুক্রের দুরন্ত চালে কাঁপবে দুনিয়া, মীন-সহ ৩ রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ হবে না

advertisement

এসএসসির এক কর্তা জানান, ‘দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। তাই নথি যাচাই কেন্দ্রীয় ভাবে হলেও ইন্টারভিউ প্রক্রিয়া আঞ্চলিক ভাবে করা হচ্ছে। ইংরেজি বাংলা দিয়ে শুরু হল। পরপর যে রকম নীতি যাচাই শেষ হবে ইন্টারভিউ প্রক্রিয়া দিন দে‌ওয়া হবে।’

সেরা ভিডিও

আরও দেখুন
মেঘবৃষ্টির আনাগোনার খবর তাঁরই আস্তিনে! গবেষণায় সাফল্যের আকাশে প্রত্যন্ত গ্রামের মেধাবিনী
আরও দেখুন

এই ইন্টারভিউ প্রক্রিয়ায় প্রার্থীদের জন্য ধার্য করা হয়েছে ২০ নম্বর। দু’টি বিষয় রয়েছে এখানে লেকচার ডেমোস্টেশন। সেখানে থাকছে ১০ নম্বর। আর ইন্টারভিউ সেখানে থাকছে ১০ নম্বর।‌ এর আগে পরীক্ষা গ্রহণ করা হয়েছে ৬০ নম্বরের। অভিজ্ঞতার ভিত্তিতে কর্মরত শিক্ষকদের দেওয়া হয়েছে ১০ নম্বর।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC- এর শিক্ষক নিয়োগ এর ইন্টারভিউ শুরু, জোরকদমে চলছে একাদশ-দ্বাদশ শ্রেণির নথি যাচাইয়ের কাজও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল