TRENDING:

SSC: একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ে ধরা পড়ল বড় 'মিথ্যা', বাংলা–ইংরেজির ১০৬ জনের নাম বাতিল

Last Updated:

SSC: নথি যাচাই করানোর পর শুধু বাংলা ও ইংরেজিতেই বাদ পড়ল ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম। এসএসসি লিখিত পরীক্ষার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার্থীদের নথি যাচাই করা হয়েছে গত ১৮ নভেম্বর। সে সময়ই ধরা পড়ে প্রায় সাড়ে ৩০০ প্রার্থীর তথ্যে গরমিল রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ নথি যাচাই করানোর পর শুধু বাংলা ও ইংরেজিতেই বাদ পড়ল ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম। এসএসসি লিখিত পরীক্ষার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার্থীদের নথি যাচাই করা হয়েছে গত ১৮ নভেম্বর। সে সময়ই ধরা পড়ে প্রায় সাড়ে ৩০০ প্রার্থীর তথ্যে গরমিল রয়েছে। রবিবার, রাতে এক তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে, কোন কোন প্রার্থীর নাম কাটা হয়েছে। পাশাপাশি কেন তাঁদের নাম বাদ পড়ল, তা-ও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
বাংলা–ইংরেজির ১০৬ জনের নাম বাতিল
বাংলা–ইংরেজির ১০৬ জনের নাম বাতিল
advertisement

আরও পড়ুন: ব্যস্ত সপ্তাহের শুরুতেই বন্ধ একাধিক রাস্তা! সতর্কবার্তা কলকাতা পুলিশের

এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলায় ৩৩ জন এবং ইংরেজি বিষয় ৭৩ জন প্রার্থীর নাম বাদ পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শিক্ষকতার অভিজ্ঞতা দেখাতে গিয়ে যে তথ্য আপলোড করেছিলেন, তাতে ভুল ছিল। অনেকেই অভিজ্ঞতায় শংসাপত্র দেখাতে পারেনি ভেরিফিকেশনের সময়। দেয় তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে তাঁদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হলেও নথি যাচাইয়ের পর সেই নম্বর কাটা হয়। তার ফলেই ‘কাট অফ মার্কস’ পর্যন্ত তাঁরা পৌঁছতে পারেনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মধ্যবিত্তের কপালে হাত, রোজই বাড়ছে ডিমের দাম, তবে কি বড়দিনের কেকের দামও বাড়বে?
আরও দেখুন

বেশ কিছু প্রার্থীর জাতিগত শংসাপত্রেও ভুল ছিল বলে জানানো হয়েছে এসএসসির তরফে। ফলে তাঁরাও নির্ধারিত নম্বর অবধি পৌঁছতে পারেননি। আবার কারও কারও বয়ঃসীমায় সমস্যা তৈরি হয়েছে। এঁরা কেউই আর ইন্টারভিউয়ের ডাক পাবেন না বলে জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC: একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের নথি যাচাইয়ে ধরা পড়ল বড় 'মিথ্যা', বাংলা–ইংরেজির ১০৬ জনের নাম বাতিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল