আরও পড়ুন: ব্যস্ত সপ্তাহের শুরুতেই বন্ধ একাধিক রাস্তা! সতর্কবার্তা কলকাতা পুলিশের
এসএসসি প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলায় ৩৩ জন এবং ইংরেজি বিষয় ৭৩ জন প্রার্থীর নাম বাদ পড়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, শিক্ষকতার অভিজ্ঞতা দেখাতে গিয়ে যে তথ্য আপলোড করেছিলেন, তাতে ভুল ছিল। অনেকেই অভিজ্ঞতায় শংসাপত্র দেখাতে পারেনি ভেরিফিকেশনের সময়। দেয় তথ্যের ভিত্তিতে প্রাথমিক ভাবে তাঁদের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর দেওয়া হলেও নথি যাচাইয়ের পর সেই নম্বর কাটা হয়। তার ফলেই ‘কাট অফ মার্কস’ পর্যন্ত তাঁরা পৌঁছতে পারেনি।
advertisement
বেশ কিছু প্রার্থীর জাতিগত শংসাপত্রেও ভুল ছিল বলে জানানো হয়েছে এসএসসির তরফে। ফলে তাঁরাও নির্ধারিত নম্বর অবধি পৌঁছতে পারেননি। আবার কারও কারও বয়ঃসীমায় সমস্যা তৈরি হয়েছে। এঁরা কেউই আর ইন্টারভিউয়ের ডাক পাবেন না বলে জানিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
