TRENDING:

SSC Supreme Court Verdict: এক রায়েই বেকার...একই স্কুলে চাকরি খোয়ালেন শিক্ষক শিক্ষাকর্মী-সহ ৯! সুপ্রিম কোর্টের রায়ে হতাশ

Last Updated:

SSC Supreme Court Verdict: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল হয়েছে। রায় ঘোষণার চাকরি হারালেন একই স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী-সহ মোট ৯ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
যোগ‍্য-অযোগ‍্য বাছাই অসম্ভব। হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-র ২০১৬ সালের গোটা নিয়োগ প্যানেলই বাতিল হয়েছে। রায় ঘোষণার চাকরি হারালেন একই স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মী-সহ মোট ৯ জন।

এক রায়েই বেকার...একই স্কুলে চাকরি খোয়ালেন শিক্ষক শিক্ষাকর্মী-সহ ৯! সুপ্রিম কোর্টের রায়ে হতাশ
এক রায়েই বেকার...একই স্কুলে চাকরি খোয়ালেন শিক্ষক শিক্ষাকর্মী-সহ ৯! সুপ্রিম কোর্টের রায়ে হতাশ
advertisement

শীতলকুচি গোপিনাথ হাইস্কুলে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারালেন জন শিক্ষক ও দুজন গ্রুপ-সি কর্মী। স্কুলে পরীক্ষা চলাকালীন স্কুলে আসা দু’জন শিক্ষক স্কুল ছেড়ে বেরিয়ে যান। স্কুলে মোট ২৭ জন শিক্ষক ৭ জন শিক্ষক না থাকায় সমস্যা হবে স্কুল পরিচালনার ক্ষেত্রে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক। ৭ জনের মধ্যে ৫ জন বিজ্ঞান বিভাগের শিক্ষক ও একজন ইংরেজি ও একজন ভূগোলের শিক্ষক ছিলেন।

advertisement

আরও পড়ুন: ভারতে আঘাত হানবে মায়ানমারের চেয়েও ভয়ঙ্কর ভূমিকম্প! কবে হতে পারে? শিউরে ওঠা ভবিষ্যদ্বাণী বিজ্ঞানীদের

চাকরি হারিয়েছেন বাঁকুড়ার বাঁকুড়া সালবেদিয়া বিবেকানন্দ হাইস্কুলের অঙ্কের শিক্ষক পার্থ মণ্ডল। বাড়ি বাঁকুড়ার শুনুকপাহাড়ি এলাকায়। প্রথমে বাঁকুড়ার হীড়বাঁধ ব্লকের মলিয়ান নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় দু’বছর শিক্ষকতা চাকরি করেন। পরবর্তীকালে আপার প্রাইমারিতে শিক্ষকতা করার সুযোগ পেলেও যোগদান করেননি।

advertisement

আরও পড়ুন: গুরুপত্নীর সঙ্গে লুকিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! ঝুলিতে একাধিক হিট গান, চিনতে পারছেন বিখ‍্যাত গায়ককে?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৬ প্যানেলে তালিকাভুক্ত ছিলেন সালবেদিয়া বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় যোগদান করেন ২০১৯ সালে। এই একই স্কুলের একজন অশিক্ষক কর্মচারী ও চাকরি গেছে সুপ্রিম কোর্টের এই রায়ে। সহশিক্ষকরা এক কথায় মানছেন তিনি যোগ্য, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে স্বভাবতই হতাশ বাতিল হয়ে যাওয়া শিক্ষক এবং তাঁর সহশিক্ষকরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Supreme Court Verdict: এক রায়েই বেকার...একই স্কুলে চাকরি খোয়ালেন শিক্ষক শিক্ষাকর্মী-সহ ৯! সুপ্রিম কোর্টের রায়ে হতাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল