TRENDING:

SSC Recruitment List: 'যোগ্য' শিক্ষকরা বাদে অন্য কেউ যেন না থাকে, স্কুলে স্কুলে এবার 'বিশেষ' তথ্য তলব রাজ্যের

Last Updated:

SSC Recruitment List: স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা পাঠানোর পর এ বার প্রধান শিক্ষকদের কাছ থেকে তাঁদের নিয়োগের যাবতীয় তথ্য চেয়ে পাঠাল সরকার। যাতে এই তালিকায় যোগ্য শিক্ষকরা বাদে অন্য কেউ না থাকে। কী কী থাকবে এই তথ্য তালিকায়? কোন কোন বিষয়কে দেওয়া হল গুরুত্ব?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্কুলে স্কুলে যোগ্যদের তালিকা পাঠানোর পর এ বার প্রধান শিক্ষকদের কাছ থেকে তাঁদের নিয়োগের যাবতীয় তথ্য চেয়ে পাঠাল সরকার। যাতে এই তালিকায় যোগ্য শিক্ষকরা বাদে অন্য কেউ না থাকে। কী কী থাকবে এই তথ্য তালিকায়? কোন কোন বিষয়কে দেওয়া হল গুরুত্ব?
শিক্ষক নিয়োগ দুর্নীতি ফাইল ছবি
শিক্ষক নিয়োগ দুর্নীতি ফাইল ছবি
advertisement

সূত্রের খবর এই তথ্য তালিকাতে পাঠাতে হবে।

১. শিক্ষকের নাম

২. তাঁদের পদ

৩. এসএসসি দেওয়া অনুমোদন পত্রের নম্বর ও তারিখ।

৪. মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিয়োগ পত্রের মেমো নম্বর ও তারিখ।

৫. শিক্ষক শিক্ষিকাদের এমপ্লয়ি কোড।

আরও পড়ুন: স্ফটিকের মতো ঝিকমিক করবে মুখ…! গরমে রাতে ঘুমোনোর আগে ‘বরফকুচি’ দিয়ে ‘এইভাবে’ করুন ম্যাসাজ, সকালেই ম্যাজিক ‘ফল’!

advertisement

৬. কমিশনার অফ স্কুল এডুকেশন ডিআই-দের কাছে যে তালিকা পাঠিয়েছিল তাতে আদৌ তাঁর নাম আছে কিনা।

৭. শিক্ষকদের কোনও ট্রান্সফার হয়েছে কিনা সেই সংক্রান্ত নথি।

৮. বদলি হওয়া স্কুলের সমস্ত নথি জমা দিতে হবে।

আরও পড়ুন: ১৫ খাবার…! ‘নিঃশব্দে’ বাড়িয়ে দেয় ‘ক্যানসারের’ ঝুঁকি, রোজ রোজ খাচ্ছেন নাকি? চমকে দেবে ‘গবেষণা’

advertisement

প্রসঙ্গত, শুধু শিক্ষক নয় গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও এই তথ্য পাঠাতে হবে। দ্রুত এই তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে পরিদর্শকদের তরফে একটি বিশেষ ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের কাছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Recruitment List: 'যোগ্য' শিক্ষকরা বাদে অন্য কেউ যেন না থাকে, স্কুলে স্কুলে এবার 'বিশেষ' তথ্য তলব রাজ্যের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল