TRENDING:

ভৈরব গাঙ্গুলী কলেজের সামনে ছোট্ট 'নোটিস', তিনজনের 'রোলনম্বর' টাঙানো! চমকে গেল সবাই

Last Updated:

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি নজরদারি। প্রতি ঘরে ক্যামেরার বন্দোবস্ত, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি স্কুলে দাগি পরীক্ষার্থী অর্থাৎ যাঁরা পরীক্ষায় বসতে পারবেন না, তাঁদের তালিকা আলাদা ভাবে পাঠানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুবীর দে,বেলঘরিয়া: দীর্ঘ ৯ বছর পর রবিবার ফের এসএসসি নবম- দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু হতে চলেছে। ২৬ হাজার চাকরি বাতিল আবহে এবারের পরীক্ষা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি নতুন চাকরিপ্রার্থীরাও আজ পরীক্ষায় বসছেন।
Representative image
Representative image
advertisement

এরই মধ্যে অযোগ্য প্রার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে তার জন্য নজরদারি চলছে। অযোগ্য হওয়া সত্ত্বেও যাদের হাতে পরীক্ষার অ্য়াডমিট চলে এসেছে এমন তিনজনের রোল নম্বর এবং বিষয়। উল্লেখ করে একটি ছোট নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলী কলেজর প্রবেশ মুখে। পাশাপাশি পুলিশকেও অবগত করা হয়েছে ওই নির্দিষ্ট ক্রমিক সংখ্যার ছাত্র-ছাত্রীরা যাতে কোনভাবে পরীক্ষা কেন্দ্রের ভিতর প্রবেশ করতে না পারে।

advertisement

প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি নজরদারি। প্রতি ঘরে ক্যামেরার বন্দোবস্ত, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি স্কুলে দাগি পরীক্ষার্থী অর্থাৎ যাঁরা পরীক্ষায় বসতে পারবেন না, তাঁদের তালিকা আলাদা ভাবে পাঠানো হয়েছে। পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্য়াডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে তৎপর কমিশন।

আরও পড়ুনরাতের অন্ধকারে সশস্ত্র গোষ্ঠীর ভয়ঙ্কর হামলা! পরপর গুলি, মুহূর্তে মৃত্যু ৬৩ জনের! চারিদিকে ছড়িয়ে পড়ে মৃতদেহ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু ৮ টা থেকেই।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
ভৈরব গাঙ্গুলী কলেজের সামনে ছোট্ট 'নোটিস', তিনজনের 'রোলনম্বর' টাঙানো! চমকে গেল সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল