এরই মধ্যে অযোগ্য প্রার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না পারে তার জন্য নজরদারি চলছে। অযোগ্য হওয়া সত্ত্বেও যাদের হাতে পরীক্ষার অ্য়াডমিট চলে এসেছে এমন তিনজনের রোল নম্বর এবং বিষয়। উল্লেখ করে একটি ছোট নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে বেলঘরিয়া ভৈরব গাঙ্গুলী কলেজর প্রবেশ মুখে। পাশাপাশি পুলিশকেও অবগত করা হয়েছে ওই নির্দিষ্ট ক্রমিক সংখ্যার ছাত্র-ছাত্রীরা যাতে কোনভাবে পরীক্ষা কেন্দ্রের ভিতর প্রবেশ করতে না পারে।
advertisement
প্রতিটি পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশি নজরদারি। প্রতি ঘরে ক্যামেরার বন্দোবস্ত, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি স্কুলে দাগি পরীক্ষার্থী অর্থাৎ যাঁরা পরীক্ষায় বসতে পারবেন না, তাঁদের তালিকা আলাদা ভাবে পাঠানো হয়েছে। পরীক্ষার্থীরা শুধুমাত্র অ্য়াডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করবেন। স্বচ্ছতা নিশ্চিত করতে তৎপর কমিশন।
এসএসসি পরীক্ষা ঘিরে আজ সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু ৮ টা থেকেই।