১৪ হাজারেরও বেশি শূন্য পদ নিয়ে এই প্যানেল বা মেধা তালিকা আজ প্রকাশ করবে এসএসসি। সেই তালিকা এমন ভাবে প্রকাশ করা হচ্ছে যাতে সকলেই সবার নম্বর জানতে পারেন চাকরিপ্রার্থীরা। যারা প্যানেলের মধ্যে রয়েছেন এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছেন সবার নাম,নম্বর সহ বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে এসএসসি-এর ওয়েবসাইটে।
advertisement
আরও পড়ুন: অবশেষে পুলিশের সামনে অরিত্র ওরফে আলু, দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে মুক্তি
২০১৮ সালে শেষ এসএসসি প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করেছিল। সেই সময় অবশ্য এই নিয়মে প্যানেল প্রকাশ করা হয়নি এসএসসির তরফে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগকে কেন্দ্র করে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে।
হাইকোর্টের নির্দেশে এই প্যানেল প্রকাশ হলেও মূলত নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতেই সব চাকরি প্রার্থীরাই সব চাকরিপ্রার্থীদের নম্বর জানতে পারবেন। এই নিয়মেই প্রকাশ করছে মেধা তালিকা এসএসসি।