আরও পড়ুনঃ দিনভর ফ্ল্যাটে বন্ধ থাকত দুই বন্ধু! কী যে করত…৬০ দিনে কামিয়েছে ১৫ কোটি, একদিন হঠাৎ রেইড
১৪ই জুলাই শেষ হচ্ছে প্রথম পর্বের আবেদন। ৯ তারিখ সন্ধ্যা পর্যন্ত আবেদন জমা দিয়েছে তিন লক্ষ আশি হাজার মতন জমা পড়েছে। তার মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছে ২ লক্ষ ৭৫ হাজার মতো।
advertisement
২০১৬ সালের এসএলএসটি পরীক্ষায় আবেদনের সংখ্যা ছিল ২২ লক্ষ মতো।
এ বারে আবেদনের সংখ্যা এত কম কেন? প্রসঙ্গে এসএসসি এক কর্তা জানান, “এখনও পর্যন্ত শুধুমাত্র আবেদন করতে পারছে শিক্ষক শিক্ষিকারা। যাদের বিএড আছে তারাই এই আবেদন করছে। তাই সংখ্যাটা কম লাগছে। রক্ষা কর্মীদের আবেদন শুরু হলে এই সংখ্যাটা অনেকটাই বৃদ্ধি পাবে।”
কেন সাত দিন অতিরিক্ত সময় চাওয়া হচ্ছে। এ প্রসঙ্গে এসএসসির ব্যাখ্যা। ১৬ই জুন বিকেল পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল আবেদন গ্রহণের প্রক্রিয়া। কাজ শুরু হয় রাত ১০:৩৫ থেকে।পরবর্তীকালে ওবিসি সংক্রান্ত জটিলতার কারণে আবেদনের ওয়েবসাইটে কিছু পরিবর্তন করার জন্য তিনদিন মতো বন্ধ রাখা হয়। এই কারণে জন্য অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে আবেদনকারিদের।