TRENDING:

পরীক্ষা শেষ, SSC-র ফলপ্রকাশ কবে? পুজোর পরেই...বড় ঘোষণা করে দিলেন ব্রাত‍্য বসু

Last Updated:

রবিবার দ্বিতীয় দফার একাদশ-দ্বাদশের পরীক্ষা শেষের পর সাংবাবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণার কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: রবিবারই শেষ হল এসএসসি পরীক্ষা। পুজোর পরেই ফলপ্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। রবিবারই জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। রবিবার দ্বিতীয় দফার একাদশ-দ্বাদশের পরীক্ষা শেষের পর সাংবাবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণার কথা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। সাংবাবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও।
পরীক্ষা শেষ, SSC-র ফলপ্রকাশ কবে? পুজোর পরেই...বড় ঘোষণা করে দিলেন ব্রাত‍্য বসু
পরীক্ষা শেষ, SSC-র ফলপ্রকাশ কবে? পুজোর পরেই...বড় ঘোষণা করে দিলেন ব্রাত‍্য বসু
advertisement

ব্রাত‍্য বসু জানালেন, ‘‘সুষ্ঠু ভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে। নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে।’’ কয়েকদিনের মধ‍্যেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র আপলোড করা হবে, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি এও জানালেন পরীক্ষার্থীদের কাছ থেকেও নেওয়া হবে মতামত। পাঁচ দিন সময় দেওয়া হবে। তারপরেই প‍্যানেল প্রকাশ করা হবে, সঙ্গে দেওয়া হবে নম্বর বিভাজনও। ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে কারা পরবর্তী ধাপে ইন্টারভিউ দেবেন।

advertisement

আরও পড়ুন: চালের ড্রামে গিজগিজ করছে কালো, সাদা পোকা? ছোট্ট পুঁটলিতে ভরে ফেলে দিন এই জিনিস! ৩ বছরেও একটা পোকা ধরবে না…এখনই সেরা টিপস জেনে নিন

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম‍্যান সিদ্ধার্থ মজুমদার জানালেন, ‘‘আগামী ১৬ সেপ্টেম্বর নবম-দশমের উত্তরপত্র আপলোড করা হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির উত্তরপত্র প্রকাশ হতে পারে আগামী ২০ সেপ্টেম্বর।

advertisement

রবিবার, ১৪ সেপ্টেম্বর ২ লাখ ২৯ হাজার ৪৯৭ জন পরীক্ষা দিয়েছেন। এসএসসি সূত্রে জানানো হয়েছে–

১) এই প্রথম SSC ওএমআর-এর প্রতিলিপি আবেদনকারীকে দিয়েছে,

২) লিখিত পরীক্ষার পর মডেল উত্তরপত্র দেওয়া হল।

৩) আবেদনকারীর থেকে পরামর্শ বা তাঁরা দাবি জানাতে পারেন। ৫ দিন সময় থাকবে দাবি জানানোর।

৪) তারপর এসএসসি ইন্টারভিউয়ের জন্য তালিকা ওয়েবসাইটে দেবে। নম্বর বিভাজন-সহ আপলোড হবে।

advertisement

আরও পড়ুন: প্লাস্টিকের চেয়ারে তো রোজ বসেন, বলুন তো সমস্ত প্লাস্টিকের চেয়ারে ছিদ্র থাকে কেন? ডিজাইন নয়, ৯৯% লোকজনই আসল কারণ জানেন না

৫) এই প্যানেল মেয়াদ শেষ হওয়ার পর ২ বছর সংগ্রহ থাকবে,

৬) আগামী ১০ বছর ওএমআর সংগ্রহ থাকবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পরিবেশবান্ধব থিমে মণ্ডপের গাছপালা যেন জীবন্ত, কাঁপাচ্ছে চন্দননগরের আলো
আরও দেখুন

নবম-দশমের OMR শিটের মডেল আপলোড হবে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর। একাদশ-দ্বাদশের OMR শিটের মডেল আপলোড হবে ২০ সেপ্টেম্বর।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
পরীক্ষা শেষ, SSC-র ফলপ্রকাশ কবে? পুজোর পরেই...বড় ঘোষণা করে দিলেন ব্রাত‍্য বসু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল