ব্রাত্য বসু জানালেন, ‘‘সুষ্ঠু ভাবে শেষ হয়েছে শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরে প্রশ্ন ও উত্তরপত্র আপলোড করা হবে। নভেম্বরে ইন্টারভিউ প্যানেল প্রকাশিত হবে।’’ কয়েকদিনের মধ্যেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র আপলোড করা হবে, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তিনি এও জানালেন পরীক্ষার্থীদের কাছ থেকেও নেওয়া হবে মতামত। পাঁচ দিন সময় দেওয়া হবে। তারপরেই প্যানেল প্রকাশ করা হবে, সঙ্গে দেওয়া হবে নম্বর বিভাজনও। ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে কারা পরবর্তী ধাপে ইন্টারভিউ দেবেন।
advertisement
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানালেন, ‘‘আগামী ১৬ সেপ্টেম্বর নবম-দশমের উত্তরপত্র আপলোড করা হবে। একাদশ-দ্বাদশ শ্রেণির উত্তরপত্র প্রকাশ হতে পারে আগামী ২০ সেপ্টেম্বর।
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২ লাখ ২৯ হাজার ৪৯৭ জন পরীক্ষা দিয়েছেন। এসএসসি সূত্রে জানানো হয়েছে–
১) এই প্রথম SSC ওএমআর-এর প্রতিলিপি আবেদনকারীকে দিয়েছে,
২) লিখিত পরীক্ষার পর মডেল উত্তরপত্র দেওয়া হল।
৩) আবেদনকারীর থেকে পরামর্শ বা তাঁরা দাবি জানাতে পারেন। ৫ দিন সময় থাকবে দাবি জানানোর।
৪) তারপর এসএসসি ইন্টারভিউয়ের জন্য তালিকা ওয়েবসাইটে দেবে। নম্বর বিভাজন-সহ আপলোড হবে।
৫) এই প্যানেল মেয়াদ শেষ হওয়ার পর ২ বছর সংগ্রহ থাকবে,
৬) আগামী ১০ বছর ওএমআর সংগ্রহ থাকবে।
নবম-দশমের OMR শিটের মডেল আপলোড হবে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর। একাদশ-দ্বাদশের OMR শিটের মডেল আপলোড হবে ২০ সেপ্টেম্বর।