৯ বছর পর ফের রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হল রবিবার। বহু বিতর্কিত এই চাকরির পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এদিন প্রায় সাড়ে তিন লক্ষের কাছাকাছি। তবে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, পরীক্ষায় আবেদন করেও অনেকেই এসএসসি দিলেন না।
আরও পড়ুন: দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা প্রকাশ, প্রথম ১০-এ বাংলার কোন কলেজ? নামটা জানলে গর্বিত হবেন
advertisement
স্কুল শিক্ষা দফতর সূত্রের খবর, একটি জেলা থেকে এখনও পর্যন্ত পরীক্ষার্থীদের উপস্থিতির হার ৭৬.৫%। কলকাতায় মোট পরীক্ষার্থীদের মধ্য থেকে ৭২ শতাংশ উপস্থিতি হয়েছে। এমনই রিপোর্ট হাতে এল রাজ্যের কাছে।
পরীক্ষার জন্য আবেদন করেও বসলেন না একাধিক পরীক্ষার্থী। কলকাতা জেলাতেই প্রায় ২৮ শতাংশ অনুপস্থিতি পরীক্ষার্থীদের। জেলায় জেলায়ও উপস্থিতির হার গড়ে ৭৬.৫ শতাংশ হলেও কোনও কোনও জেলায় সেটা ৮০ শতাংশ, আবার কোনও কোনও জেলায় সেটা ৮২ থেকে ৮৩ শতাংশ পর্যন্ত গিয়েছে।
আরও পড়ুন: মানুষ চাইলে সব পারে, প্রমাণ দিলেন সঞ্চয় স্যার! একসময়ের ‘হাসির পাত্র’ আজ কলেজের সহকারী অধ্যাপক
অর্থাৎ দেখা যাচ্ছে যত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছিলেন তার মধ্যে থেকে জেলাভিত্তিক ১৭ থেকে ১৮, কোনও কোনও জেলায় ২০, কোনও কোনও জেলায় ২২ শতাংশ পর্যন্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে এলেন না।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়