৭৭ ঘণ্টা পেরতে না পেরতেই অসুস্থ হয়ে পড়েছেন ছয় জন চাকরিহারা। বলরাম বিশ্বাস, চিন্ময় মন্ডল, সুকুমার সোরেন,বিকাশ রায়,মানিক মজুমদার,অচিন্ত কুমার দাস এই ছয়জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। চিন্ময় মন্ডল ভর্তি রয়েছেন এনআরএস হাসপাতালে। সুকুমার সোরেন ভর্তি রয়েছেন আর জি কর হাসপাতালে। বাকি চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকাশভবনের কিছু দূরে প্রশাসনের তৈরি করে দেওয়া ছাউনিতে অনশনে থাকা বাকি চারজনের শারীরিক অবস্থাও খুব একটা ভাল নেই।
advertisement
১২ জুন SSC ভবন অভিযান করেছিলেন চাকরিহারা শিক্ষকেরা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তাদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন তবে ভবনের সামনে জমায়েত করার জন্যে তিনি এসএসসি ভবন ছেড়ে বেরিয়ে যান। তারপর পুলিশের সঙ্গে কথা বলেন চাকরিহারারা। বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার অনিশ সরকারের উপস্থিতিতেই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলেন চাকরিহারারা। চেয়ারম্যান স্পষ্ট জানান, বিকেল পাঁচটায় বিকাশ ভবনে দেখা করবেন তিনি। সেই মতো ১০ জন চাকরিহারা শিক্ষক পৌঁছে যান বিকাশ ভবনে। প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। ১০ জনের জায়গায় ৮ জনকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলে চাকরিহাররা জানায় তাদের ১০ জনকেই যেতে দিতে হবে। সেই মতো চেয়ারম্যানের অনুমতিতেই ১০ জনই যান ভেতরে।তবে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে খুব একটা পজিটিভ কিছু হয়নি বলেই জানিয়েছিলেন চাকরিহারারা। তারপরেই আমরণ অনশনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন চাকরিহারারা। আপাতত চার নম্বর দিনে পড়েছে এই অনশন।