TRENDING:

SSC News: অসুস্থ ৬ জন ! তবে আমরণ অনশনে অনড় চাকরিহারারা

Last Updated:

আমরণ অনশন চলবেই। এখনও পর্যন্ত অসুস্থ ছয় জন চাকরিহারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুদীপ্ত সেন, কলকাতা: ১৩ জুন রাত ১টা থেকে ১০ জন চাকরিহারা বসেছেন আমরণ অনশনে। তাঁদের অনশন এখন ৭৭ ঘণ্টা পেরিয়েছে। আমরণ অনশনের মাঝই অসুস্থ হয়ে পড়েছেন ৬ জন অনশনকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা ও রায় পুর্ণবিবেচনা করার দাবিতে ১৩ জুন থেকে আমরণ অনশনে বসেছেন  চাকরিহারা দশ জন শিক্ষক-শিক্ষিকা। অনশনকরীদের মধ্যে রয়েছেন, চিন্ময় মণ্ডল, কৌশিক সরকার, কিশোর কুমার রায়, অচিন্ত কুমার দাস,অর্নিবাণ সাহা, মিতা সরকার,মানিক মজুমদার, বিকাশ রায়, বলরাম বিশ্বাস, সুকুমার সোরেন প্রমুখ।
অসুস্থ হয়ে পড়লেও আমরণ অনশনে অনড় চাকরিহারারা 
অসুস্থ হয়ে পড়লেও আমরণ অনশনে অনড় চাকরিহারারা 
advertisement

আরও পড়ুন– দক্ষিণবঙ্গে বদলাচ্ছে আবহাওয়া, সক্রিয় হচ্ছে মৌসুমী অক্ষরেখা ! ঝড়-বৃষ্টির পূর্বাভাস সর্বত্রই

৭৭ ঘণ্টা পেরতে না পেরতেই অসুস্থ হয়ে পড়েছেন ছয় জন চাকরিহারা। বলরাম বিশ্বাস, চিন্ময় মন্ডল, সুকুমার সোরেন,বিকাশ রায়,মানিক মজুমদার,অচিন্ত কুমার দাস এই ছয়জনকেই হাসপাতালে ভর্তি করা হয়। চিন্ময় মন্ডল ভর্তি রয়েছেন এনআরএস হাসপাতালে। সুকুমার সোরেন ভর্তি রয়েছেন আর জি কর হাসপাতালে। বাকি চারজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বিকাশভবনের কিছু দূরে প্রশাসনের তৈরি করে দেওয়া ছাউনিতে অনশনে থাকা বাকি চারজনের শারীরিক অবস্থাও খুব একটা ভাল নেই।

advertisement

আরও পড়ুন– মুহুর্মুহু আক্রমণ, প্রতি আক্রমণ… ইরান-ইজরায়েলের আকাশে মিসাইলের ঝড়! রক্তাক্ত মধ্যপ্রাচ্য, বাড়ছে মৃত্যুমিছিল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১২ জুন SSC ভবন অভিযান করেছিলেন চাকরিহারা শিক্ষকেরা। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তাদের সঙ্গে দেখা করার কথা জানিয়েছিলেন তবে ভবনের সামনে জমায়েত করার জন্যে তিনি এসএসসি ভবন ছেড়ে বেরিয়ে যান। তারপর পুলিশের সঙ্গে কথা বলেন চাকরিহারারা। বিধাননগর কমিশনারেটের ডেপুটি কমিশনার অনিশ সরকারের উপস্থিতিতেই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলেন চাকরিহারারা। চেয়ারম্যান স্পষ্ট জানান, বিকেল পাঁচটায় বিকাশ ভবনে দেখা করবেন তিনি। সেই মতো ১০ জন চাকরিহারা শিক্ষক পৌঁছে যান বিকাশ ভবনে। প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। ১০ জনের জায়গায় ৮ জনকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলে চাকরিহাররা জানায় তাদের ১০ জনকেই যেতে দিতে হবে। সেই মতো চেয়ারম্যানের অনুমতিতেই ১০ জনই যান ভেতরে।তবে চেয়ারম্যানের সঙ্গে দেখা করে খুব একটা পজিটিভ কিছু হয়নি বলেই জানিয়েছিলেন চাকরিহারারা। তারপরেই আমরণ অনশনের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন চাকরিহারারা। আপাতত চার নম্বর দিনে পড়েছে এই অনশন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC News: অসুস্থ ৬ জন ! তবে আমরণ অনশনে অনড় চাকরিহারারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল