TRENDING:

Special Classes for Bengal Students: বাংলা থেকেই তৈরি হবে ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানের পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের! যোগ দিন

Last Updated:

Special Classes for Bengal Students: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে রাজ্যে প্রায় ৭০০০ মতো স্কুল রয়েছে। তার মধ্যে পঞ্চাশ শতাংশ স্কুলের বিজ্ঞানের পড়ুয়াদের এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় শিক্ষা সংসদ। বিশদে জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিজ্ঞানের পড়ুয়াদের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের প্রতি আগ্রহ বাড়াতে উদ্যোগী হল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার থেকে অর্থাৎ ১২ মে থেকে ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার জন্য রাজ্যের পড়ুয়াদের ক্যারিয়ার গাইডেন্স ক্লাস শুরু করছে শিক্ষা সংসদ।
ক্যারিয়ার গাইডেন্স ক্লাস শুরু করছে শিক্ষা সংসদ
ক্যারিয়ার গাইডেন্স ক্লাস শুরু করছে শিক্ষা সংসদ
advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে রাজ্যে প্রায় ৭০০০ মতো স্কুল রয়েছে। তার মধ্যে পঞ্চাশ শতাংশ স্কুলের বিজ্ঞানের পড়ুয়াদের এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় শিক্ষা সংসদ। ১২ মে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে এই বিশেষ ক্লাস। এই বিশেষ ক্লাস করানো হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে।

আরও পড়ুন: গোটা বিশ্বের সামনে রোজ মুখ খুলছেন পাকিস্তান সেনার যে মুখপাত্র, তিনি নিজে জঙ্গির ছেলে, যোগ লাদেনের সঙ্গে! ভয়ঙ্কর সত্য সামনে

advertisement

কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া হুগলি-সহ পার্শ্ববর্তী জেলার পড়ুয়াদের এই ট্রেনিং দেওয়া হবে অফলাইনে। বাদবাকি সমস্ত জেলাগুলির জন্য অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা রাখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা জানাচ্ছেন, “বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা যাতে রাজ্য জয়েন্ট পরীক্ষায় ভাল ফল করে এবং ভবিষ্যতে সফল ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টাই আমাদের মূল লক্ষ্য।” একদিনেই মক টেস্ট নেওয়া হবে। এবং তার আগে ক্লাস করানো হবে। প্রত্যেকদিন এই ক্লাস হবে টানা চার থেকে সাড়ে চার ঘণ্টা।

advertisement

আরও পড়ুন: এই মুহূর্তে দেশের সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ কোনগুলি? তালিকা প্রকাশ NIRF-এর! পঞ্চম বাংলার কোন কলেজ? এক নজরে দেখুন

প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে তিনজন করে শিক্ষক থাকছে কাউন্সিলের তরফ থেকে এই ক্লাস করানোর জন্য। এই প্রোগ্রামটার নাম হচ্ছে ‘কম্পিটেটিভ গাইডেন্স প্রোগ্রাম’। ইচ্ছুক স্কুলের পড়ুয়াদের এই ক্লাস করানো হবে। এর জন্য রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের যোগাযোগ করা হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে। ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের যে সমস্ত পড়ুয়া রয়েছেন, তাঁদেরকেই এই বিশেষ ক্লাস করানো হবে। বিশেষ বিশেষ মডিউল এখানে পড়ুয়াদের পড়ানো হবে। এবং জয়েন্ট পরীক্ষার ফরম্যাটে মক টেস্ট করানো হবে। দিনের দিন ঘণ্টাখানেকের মধ্যে সেই ফলাফল জানিয়ে দেওয়া হবে পড়ুয়াদের।

advertisement

এবং কোথায় তাঁদের সমস্যা সেটা নিয়েও তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Special Classes for Bengal Students: বাংলা থেকেই তৈরি হবে ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানের পড়ুয়াদের জন্য বিশেষ ক্লাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের! যোগ দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল