উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে রাজ্যে প্রায় ৭০০০ মতো স্কুল রয়েছে। তার মধ্যে পঞ্চাশ শতাংশ স্কুলের বিজ্ঞানের পড়ুয়াদের এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় শিক্ষা সংসদ। ১২ মে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে এই বিশেষ ক্লাস। এই বিশেষ ক্লাস করানো হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসে।
advertisement
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া হুগলি-সহ পার্শ্ববর্তী জেলার পড়ুয়াদের এই ট্রেনিং দেওয়া হবে অফলাইনে। বাদবাকি সমস্ত জেলাগুলির জন্য অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা রাখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা জানাচ্ছেন, “বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা যাতে রাজ্য জয়েন্ট পরীক্ষায় ভাল ফল করে এবং ভবিষ্যতে সফল ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারে সেই প্রচেষ্টাই আমাদের মূল লক্ষ্য।” একদিনেই মক টেস্ট নেওয়া হবে। এবং তার আগে ক্লাস করানো হবে। প্রত্যেকদিন এই ক্লাস হবে টানা চার থেকে সাড়ে চার ঘণ্টা।
প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে তিনজন করে শিক্ষক থাকছে কাউন্সিলের তরফ থেকে এই ক্লাস করানোর জন্য। এই প্রোগ্রামটার নাম হচ্ছে ‘কম্পিটেটিভ গাইডেন্স প্রোগ্রাম’। ইচ্ছুক স্কুলের পড়ুয়াদের এই ক্লাস করানো হবে। এর জন্য রাজ্যের স্কুলগুলির প্রধান শিক্ষকদের যোগাযোগ করা হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে। ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যালের যে সমস্ত পড়ুয়া রয়েছেন, তাঁদেরকেই এই বিশেষ ক্লাস করানো হবে। বিশেষ বিশেষ মডিউল এখানে পড়ুয়াদের পড়ানো হবে। এবং জয়েন্ট পরীক্ষার ফরম্যাটে মক টেস্ট করানো হবে। দিনের দিন ঘণ্টাখানেকের মধ্যে সেই ফলাফল জানিয়ে দেওয়া হবে পড়ুয়াদের।
এবং কোথায় তাঁদের সমস্যা সেটা নিয়েও তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়