নির্দেশিকা অনুযায়ী, সকাল দশটা চল্লিশ মিনিটে শুরু হবে প্রার্থনা। ১০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে এই প্রার্থনার জন্য। তারপর দশটা পঞ্চাশ মিনিট থেকে শুরু হবে ক্লাস।বিকেল সাড়ে চারটে পর্যন্ত হবে ক্লাস নেওয়া হবে। মোট আটটি পর্ব থাকবে। শিক্ষক - শিক্ষিকাদের ১০.৪০- এর আগেই স্কুলে আসতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ১০.৫০-এর পর স্কুলে ঢুকলে লেট মার্ক করা হবে।
advertisement
আরও পড়ুন: পড়ুয়াদের গুণমান যাচাইয়ে স্কুলে স্কুলে পরীক্ষা, আজ রাজ্য জুড়ে হবে ‘স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে’
শিক্ষক - শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা, ১১. ০৫ এর পর ঢুকলে তাঁকে অনুপস্থিত বলেই গণ্য করা হবে।মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া নির্দেশিকা শিক্ষক শিক্ষিকাদের জন্য একাধিক গাইডলাইনও দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ক্লাস চলাকালীন কোনওভাবেই মোবাইল ফোনে কথা বলতে পারবেন না তাঁরা। পাশাপাশি স্কুলের বাইরে এবং স্কুলের ভিতরে এমন কোনও ব্যবহার করতে পারবেন না যাতে তাঁদের পদের সম্মানহানি হয়।
আরও পড়ুন: 'কোনও বদলি নয়...' প্রাথমিকে শিক্ষক বদলি নিয়ে বড় 'শর্ত' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকেই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে প্রতিনিধিত্ব করতে হবে। ক্লাস চলাকালীন মোবাইল ফোন বা স্মার্টফোন ব্যবহার করতে হলে প্রধান শিক্ষকদের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।
পর্ষদের নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও শিক্ষক বা শিক্ষিকা কোনওরকম ব্যবসা বা আর্থিক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন না। পড়ুয়াদের সঙ্গে আচরণ করার সময়ও তাঁদেরকে সতর্ক থাকতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে একাধিক সতর্কবার্তা দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে। অন্যদিকে স্কুলগুলিতে কবে ছুটি থাকছে তা নিয়েও বিস্তারিত নির্দেশিকা সোমবারই মধ্যশিক্ষা পর্ষদের তরফে দেওয়া হয়েছে। এ দিকে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও শুরু করেছে পর্ষদ।জেলায় জেলায় প্রস্তুতি নিয়ে বৈঠক শুরু করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।