TRENDING:

SSC Panel : এক হাজারেরও বেশি শূন্যপদে মিলল না যোগ্য প্রার্থী! মেধাতালিকায় জায়গা পেলেন ১৩৩৩৪ জন

Last Updated:

SSC Panel : উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ হলেও সব শূন্যপদে যোগ্য প্রার্থী পাওয়া গেল না। ১৪৩৩৯টি শূন্যপদ থাকলেও মেধা তালিকায় নাম এল ১৩৩৩৪ জনের। একাধিক বিষয়ে যোগ্য প্রার্থী পেল না স্কুল সার্ভিস কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি। হাই কোর্টের নির্দেশে প্যানেল প্রকাশ করা হল এসএসসি-র। ১৪৩৩৯টি শূন্যপদের জন্য মেধাতালিকায় নাম এল ১৩৩৩৪ জনের। একাধিক বিষয়ে পাওয়া গেল না যোগ্য প্রার্থী। চাকরিপ্রার্থীদের নাম, রোল নম্বরের পাশাপাশি সব নম্বরই দিয়ে দেওয়া হল। অর্থাৎ সব চাকরিপ্রার্থীদের নম্বর-সহ বিস্তারিত জানতে পারবেন। আট বছর বাদে এই নিয়োগের প্যানেল প্রকাশ করল এসএসসি।
উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি
উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ করল এসএসসি
advertisement

অবশেষে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের প্যানেল। সব প্রার্থীই সব প্রার্থীর নম্বর জানতে পারবেন। এই উপায়ে মেধা তালিকা প্রকাশ করল এসএসসি। উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ হলেও সব শূন্যপদে যোগ্য প্রার্থী পাওয়া গেল না। ১৪৩৩৯টি শূন্যপদ থাকলেও মেধা তালিকায় নাম এল ১৩৩৩৪ জনের। একাধিক বিষয়ে যোগ্য প্রার্থী পেল না স্কুল সার্ভিস কমিশন।

advertisement

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, ‘‘হাইকোর্টে নির্দেশ ছিল, সবকিছুকে মাথায় রেখেই আমরা প্যানেল প্রকাশ করেছি। ৩০ তারিখের পর থেকে হাইকোর্টে শুনানি হয়েছে। আমরা প্রার্থীদের সুপারিশ পত্র দেব কি দেব না, পুরোটাই নির্ভর করছে হাইকোর্টের উপর। হাইকোর্ট যা বলবে আমরা সেই উপায় করব।’’

আরও পড়ুন: ভাত জোটাতে ব্যস্ত বাবা মা! বিপন্ন শিশুদের শিক্ষার আলো দিতে পাশে সৌরভ ও তার বন্ধুরা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সন্ধে ছ’টার আগেই কমিশন তাদের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করেছে। মেধা তালিকা প্রকাশের পাশাপাশি ওয়েটিং লিস্টও প্রকাশ করেছে কমিশন।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Panel : এক হাজারেরও বেশি শূন্যপদে মিলল না যোগ্য প্রার্থী! মেধাতালিকায় জায়গা পেলেন ১৩৩৩৪ জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল