অবশেষে প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের প্যানেল। সব প্রার্থীই সব প্রার্থীর নম্বর জানতে পারবেন। এই উপায়ে মেধা তালিকা প্রকাশ করল এসএসসি। উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশ হলেও সব শূন্যপদে যোগ্য প্রার্থী পাওয়া গেল না। ১৪৩৩৯টি শূন্যপদ থাকলেও মেধা তালিকায় নাম এল ১৩৩৩৪ জনের। একাধিক বিষয়ে যোগ্য প্রার্থী পেল না স্কুল সার্ভিস কমিশন।
advertisement
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেছেন, ‘‘হাইকোর্টে নির্দেশ ছিল, সবকিছুকে মাথায় রেখেই আমরা প্যানেল প্রকাশ করেছি। ৩০ তারিখের পর থেকে হাইকোর্টে শুনানি হয়েছে। আমরা প্রার্থীদের সুপারিশ পত্র দেব কি দেব না, পুরোটাই নির্ভর করছে হাইকোর্টের উপর। হাইকোর্ট যা বলবে আমরা সেই উপায় করব।’’
আরও পড়ুন: ভাত জোটাতে ব্যস্ত বাবা মা! বিপন্ন শিশুদের শিক্ষার আলো দিতে পাশে সৌরভ ও তার বন্ধুরা
সন্ধে ছ’টার আগেই কমিশন তাদের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করেছে। মেধা তালিকা প্রকাশের পাশাপাশি ওয়েটিং লিস্টও প্রকাশ করেছে কমিশন।