TRENDING:

Teacher Transfer: বিরাট সিদ্ধান্ত! দূরের জেলায় বদলি হওয়া শিক্ষকদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ... ট্রান্সফার সুপারিশ প্রত্যাহার করল স্কুল সার্ভিস কমিশন...

Last Updated:

১০-সি ধারায় বাড়তি শিক্ষক-শিক্ষিকা হিসাবে এদের বদলি সুপারিশ করা হয়েছিল। এদের মধ্যে আগেই ১১০ জনের সুপারিশ বাতিল করা হয়েছিল। বাতিল করেছিল বিকাশ ভবন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দু’ বছরের টানাপড়েনের অবসান। অবশেষে বদলি সুপারিশ প্রত্যাহার করল স্কুল সার্ভিস কমিশন। ৬০৫ জন শিক্ষক-শিক্ষিকাকে দূরবর্তী জেলায় বদলি করা হয়েছিল। এবার তাঁদেরই ফিরিয়ে আনার নির্দেশ স্কুল সার্ভিস কমিশনের। ১০-সি ধারায় বাড়তি শিক্ষক-শিক্ষিকা হিসাবে এদের বদলি সুপারিশ করা হয়েছিল। এদের মধ্যে আগেই ১১০ জনের সুপারিশ বাতিল করা হয়েছিল। বাতিল করেছিল বিকাশ ভবন।
News18
News18
advertisement

ধাপে ধাপে ৪১৫ জনকে সারপ্লাস ট্রান্সফারের মাধ্যমে বদলি করা হয়। এসএসসির নয়া নির্দেশিকার ফলে বদলি হওয়া শিক্ষক-শিক্ষিকাদের পুরোনো স্কুলে ফিরতে কোন‌ও বাধা রইল না। উৎসশ্রী পোর্টালে সার প্লাস ট্রান্সফার দীর্ঘদিন বন্ধ ছিল। চলতি বছরের জানুয়ারি মাসে এই প্রক্রিয়া ফের চালু হয়েছে।

এখন‌ও ১০০ বেশি আবেদন জমা পড়েছে। তার অনুমতি দেয়নি সরকার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২৩ সালে ৬০০ জনেরও বেশি শিক্ষক শিক্ষিকার সারপ্লাস বদলির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু সেই বদলি এক জেলা থেকে অন্য জেলা বা দূরবর্তী স্থানে হওয়ায় শীর্ষ আদালত পর্যন্ত গড়ায় মামলা।যদিও শীর্ষ আদালত সারপ্লাস বদলির ক্ষেত্রে রাজ্যের পক্ষেই রায় দেয় গত বছর ডিসেম্বর মাসে। এই রায়ের পর শিক্ষক সংগঠনগুলি দাবি তোলেন সারপ্লাস বদলি হোক, তবে তা দূরবর্তী বা অন্য জেলায় নয়। এরপরই সেই বদলি বাতিল করে শিক্ষা দফতর।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Teacher Transfer: বিরাট সিদ্ধান্ত! দূরের জেলায় বদলি হওয়া শিক্ষকদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ... ট্রান্সফার সুপারিশ প্রত্যাহার করল স্কুল সার্ভিস কমিশন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল