SBI SCO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৩১ অগাস্ট থেকে। প্রার্থীদের আগামী ২০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন- Recruitment 2022: ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেডে ৫৭৫ শূন্যপদে নিয়োগ, জানুন বিশদে
SBI SCO Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৬৬৫টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সেন্ট্রাল অপারেশন টিম– সাপোর্ট- ২টি পদ
ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট)- ২টি পদ
প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস)- ২টি পদ
রিলেশনশিপ ম্যানেজার- ৩৩৫টি পদ
ইনভেস্টমেন্ট অফিসার- ৫২টি পদ
সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার- ১৪৭টি পদ
রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড)- ৩৭টি পদ
রিজিওনাল হেড- ১২টি পদ
কাস্টমার রিলেশনশিপ একজিকিউটিভ- ৭৫টি
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)
পদের নাম: স্পেশালিস্ট ক্যাডার অফিসার ও অন্যান্য
শূন্যপদের সংখ্যা: ৬৬৫
কাজের স্থান: বিশদ দেখুন
কাজের ধরন: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: ৩১.০৮.২০২২
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ২০.০৯.২০২২
SBI SCO Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ম্যানেজার (বিজনেস প্রসেস): সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিএ/পিজিডিএম ডিগ্রি থাকতে হবে। ব্যাঙ্কিং/ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্ম/ব্রোকিং ফার্মে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
সেন্ট্রাল অপারেশন টিম- সাপোর্ট: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। ইনভেস্টমেন্ট অ্যাডভাইসরি, প্রাইভেট ব্যাঙ্কিং বা ওয়েলথ ম্যানেজমেন্ট সলিউশন প্রোভাইডারে ন্যূনতম ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ওয়েলফ ম্যানেজমেন্ট বিজনেস অপারেশনে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকা দরকার।
ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট): সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিএ/পিজিডিএম ডিগ্রি। ব্যাঙ্ক/ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্ম/ব্রোকিং ফার্মে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
আরও পড়ুন- গত চার বছরে অপ্রত্যাশিত হারে বেতন বাড়িয়েছে এই কোম্পানিগুলি, সিভি ফেলুন অবশ্যই
প্রজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস): সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এমবিএ/পিজিডিএম ডিগ্রি। ব্যাঙ্ক/ওয়েলথ ম্যানেজমেন্ট ফার্ম/ব্রোকিং ফার্মে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যিক।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://recruitment.bank.sbi/crpd-sco-2022-23-14/apply ক্লিক করে দেখতে পারেন।