SBI PO, Clerk Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া এপ্রিল মাস থেকে শুরু হতে পারে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- অ্যাসোসিয়েট প্রজেক্ট কনসালট্যান্ট ও প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ
advertisement
বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে, SBI শূন্যপদের বিবরণ, পরীক্ষার তারিখ (প্রিলিম এবং মেইনস), যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন ইত্যাদির বিবরণও প্রকাশ করবে।
SBI ২০২২ সালের এপ্রিল মাসে SBI ক্লার্ক ২০২২-এর নিয়োগ সম্পর্কে বিস্তারিত বিজ্ঞাপনের অফিসিয়াল ওয়েবসাইটে @sbi.co.in-এ অস্থায়ীভাবে প্রকাশ করবে। ক্লার্ক পরীক্ষাটি প্রিলিম এবং মেইনস এই ২টি পর্যায়ে পরিচালিত হবে যার মধ্যে প্রাথমিক স্তরটি কেবলমাত্র উত্তীর্ণতার যোগ্যতা পরীক্ষা করবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)
পদের নাম: ক্লার্ক, প্রবেশনারি অফিসার
শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি
কাজের স্থান: কিছু জানানো হয়নি
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: শুরু হবে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: কিছু জানানো হয়নি
SBI PO, Clerk Recruitment 2022: পরীক্ষার তারিখ
যেহেতু SBI ক্লার্ক পরীক্ষা ২০২২ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, তাই এটি সম্ভবত এপ্রিল ২০২২-এর মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে৷
আরও পড়ুন- Job Vacancy: মাধ্যমিক পাস,৬৯০০০ টাকা বেতনের চাকরি পেতে পারেন কোস্ট গার্ডে
বিশদ SBI বিজ্ঞপ্তি ২০২১-২২ ডাউনলোড করার সরাসরি লিঙ্কটি নিচে দেওয়া হল যা থেকে প্রার্থীরা কিছুটা ধারণা নিতে পারবেন-
SBI PO, Clerk Recruitment 2022: বিশেষ ঘোষণা
SBI ২০২২-২৩ বর্ষের SBI ক্লার্কের জন্য ক্লারিক্যাল ক্যাডারের পদে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। SBI তার ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিস্তারিত বিজ্ঞাপন পাওয়া যাবে।