TRENDING:

SAIL Recruitment 2022: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় ম্যানেজার থেকে টেকনিশিয়ান নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন

Last Updated:

SAIL Recruitment 2022 : প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সম্প্রতি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের (Steel Authority of India Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেটর এবং টেকনিশিয়ান (বয়লার অপারেটর), মাইনিং ফোরম্যান, সার্ভেয়ার, মাইনিং মেট, ফায়ার অপারেটর, ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন ড্রাইভার, অ্যাটেনডেন্ট এবং টেকনিশিয়ান (ট্রেইনি), অপারেটর এবং টেকনিশিয়ান এবং (ট্রেনার) অ্যাটেনডেন্ট এবং টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সম্পূর্ণ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

রাউরকেলা, ওড়িশার বিভিন্ন স্থানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (Steel Authority of India Limited)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অপারেটর-কাম-টেকনিশিয়ান এবং অন্যান্য
শূন্যপদের সংখ্যা: বিশদ দেখুন
কাজের স্থান: ওড়িশা
কাজের ধরন: বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
আবেদন শুরু: ০৬.০৯.২০২২
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতনক্রম: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৩০.০৯.২০২২

advertisement

আরও পড়ুন: কতক্ষণ সঙ্গমে পরিপূর্ণ সুখ পায় মেয়েরা? চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

বয়সসীমা:

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ১৮ থেকে ৩০ বছর

অপারেটর-কাম-টেকনিশিয়ান (বয়লার অপারেশন)- ১৮ থেকে ৩০ বছর

মাইনিং ফোরম্যান- ১৮ থেকে ২৮ বছর

সার্ভেয়ার- ১৮ থেকে ২৮ বছর

অপারেটর-কাম-টেকনিশিয়ান (ট্রেইনি)- ১৮ থেকে ২৮ বছর

ফায়ার অপারেটর (ট্রেইনি)- ১৮ থেকে ২৮ বছর

advertisement

ফায়ারম্যান-কাম- ফায়ার ইঞ্জিন ড্রাইভার (ট্রেইনি)- ১৮ থেকে ২৮ বছর

মাইনিং মেট- ১৮ থেকে ২৮ বছর

অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান- ১৮ থেকে ২৮ বছর

অ্যাটেনডেন্ট-কাম-টেকনিশিয়ান (ট্রেইনি) (এইচএমভি)- ১৮ থেকে ২৮ বছর

আরও পড়ুন: 'আমি ভাগ্যবতী, তোমার সঙ্গে দেখা হল'! প্রযোজককে বিয়ে অভিনেত্রী মহালক্ষ্মীর

বেতন:

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- ৫০,০০০ টাকা- ১,৬০,০০০ টাকা

অপারেটর এবং টেকনিশিয়ান (বয়লার অপারেশন), মাইনিং ফোরম্যান, সার্ভেয়ার- ২৬৬০০ -৩৮৯২০ টাকা

advertisement

ফায়ার অপারেটর (ট্রেইনি), অপারেটর এবং টেকনিশিয়ান (ট্রেনার)– ১৮,৩০০ টাকা

মাইনিং মেট- ২৫০৭০- ৩৫০৭০ টাকা

ফায়ারম্যান এবং ফায়ার ইঞ্জিন চালক (শিক্ষার্থী),

অ্যাটেনডেন্ট এবং টেকনিশিয়ান, অ্যাটেনডেন্ট এবং টেকনিশিয়ান (ট্রেইনি) (এইচএমভি)- ১৫,০০০ টাকা

আবেদন ফি:

জেনারেল/ওবিসি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য- ৭০০ টাকা

SC/ST/PWD/ESM/বিভাগীয় প্রার্থীদের জন্য- ২০০ টাকা

নির্বাচন পদ্ধতি:

প্রার্থীদের ইংরেজিতে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (সিবিটি) মাধ্যমে নির্বাচিত করা হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিওয়ালির আগে বড় পদক্ষেপ বালুরঘাট পুরসভার! সরিয়ে দেওয়া হল বাজি বাজার, এবার কোথায় কিনবেন?
আরও দেখুন

প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/sail/pdf/ADVT%2001_2022_TECHNICAL.pdf ক্লিক করে দেখতে পারেন।

বাংলা খবর/ খবর/চাকরি/
SAIL Recruitment 2022: স্টিল অথরিটি অফ ইন্ডিয়ায় ম্যানেজার থেকে টেকনিশিয়ান নিয়োগ, কীভাবে আবেদন করবেন জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল