আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে প্রার্থীদের তা নির্দিষ্ট নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: CSIR-এ প্রচুর পদে নিয়োগ! কোথায় এবং কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত...
শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ৬০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান পদে ট্রেনিং দেওয়া হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | পঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড (Punjab State Power Corporation Limited) |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান পদে ট্রেনিং |
শূন্যপদের সংখ্যা | ৬০০ |
কাজের স্থান | পঞ্জাব |
কাজের ধরন | ট্রেনিং সংক্রান্ত |
নির্বাচন পদ্ধতি | প্রার্থীদের প্রদত্ত তথ্য ও আইটিআই ডিগ্রির নম্বর |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | ইলেকট্রিশিয়ান অথবা ওয়ারম্যান ট্রেডে আইটিআই ডিগ্রি |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৫.১২.২০২১ |
বিশেষ ঘোষণা:
পঞ্জাবে বসবাসকারী আবেদনকারীদের নিয়োগের সময় অধিক গুরুত্ব দেওয়া হবে। যদি পঞ্জাব রাজ্যের আবেদনকারীর সংখ্যা কম থাকে তবেই অন্যান্য রাজ্যের প্রার্থীদের সুবিধে দেওয়া হবে।
আরও পড়ুন: সেন্ট্রাল কোলফিল্ডসে মেগা রিক্রুটমেন্ট! কবে-কীভাবে আবেদন করবেন? জানুন...
আবেদনের যোগ্যতা:
যে সকল প্রার্থীরা ওয়ারম্যান ট্রেডে আইটিআই ডিগ্রি প্রাপ্ত তাঁরা আবেদনের যোগ্য। এছাড়াও যাঁরা ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই ডিগ্রি পেয়েছেন তাঁরাও আবেদন করতে পারবেন।
ট্রেনিংয়ের সময়সীমা:
অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ও রুল, ১৯৬১ অনুসারে প্রার্থীদের মূলত ১ বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে।
নির্বাচন পদ্ধতি:
উল্লিখিত পদে জন্য প্রার্থীদের সম্পূর্ণত মেরিটের ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদন করার সময় প্রার্থীদের প্রদত্ত তথ্য ও ওয়ারম্যান শাখায় আইটিআই ডিগ্রির ভিত্তিতে প্রার্থী বাছাই তালিকা ঘোষণা করা হবে। প্রার্থীরা অ্যাপ্রেন্টিসশিপের সমস্ত নিয়ম ও শর্তাবলী ভালো করে পড়ে নিয়ে তবেই আবেদন করবেন।