এই রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে দেশের অন্যতম সর্বোচ্চ সম্মান হবে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে অথবা ব্যক্তিগত স্তরে কাজ করছেন এমন যে কেউ তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেতে পারেন। বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত কোনও ব্যক্তি যদি ভারতের বা দেশের জনগণের উপকারে আসে এমন কোন বিশেষ কাজ করেন, তাহলে তাঁরাও এই পুরস্কার পাওয়ার জন্য গণ্য হবেন। চারটি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে। সেগুলি হল নিম্নরূপ –
advertisement
আরও পড়ুন: বৃষ্টির দিনে এই সবজিগুলি খাওয়া এড়িয়ে চলুন, অজান্তে বড় ক্ষতি হতে পারে!
ক) বিজ্ঞান রত্ন (ভিআর) – বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জীবনকৃতি সম্মান হিসেবে এই পুরস্কার দেওয়া হবে।
খ) বিজ্ঞান শ্রী (ভিএস) – বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হবে।
গ) বিজ্ঞান যুব-শান্তি স্বরূপ ভাটনগর (ভিওয়াই-এসএসবি) – এই পুরস্কারটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪৫ বছর বয়স পর্যন্ত তরুণ বিজ্ঞানীদের উৎসাহ দিতে প্রদান করা হবে।
ঘ) বিজ্ঞান টিম (ভিটি) – তিন বা তার বেশি বিজ্ঞানী, গবেষক বা উদ্ভাবক একসঙ্গে কাজ করছেন এমন দলকে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে তাঁদের বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে।
আরও পড়ুন: চল্লিশে চালশে! চোখ ভাল রাখতে, দৃষ্টিশক্তি বাড়াতে রোজ খাদ্যতালিকায় রাখুন এগুলি
রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার ১৩টি বিভাগে দেওয়া হবে। এগুলি হল – পদার্থবিদ্যা, রসায়ন, জৈব বিজ্ঞান, অঙ্ক ও কম্পিউটার বিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন, আণবিকশক্তি, মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য। রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কারের জন্য পাওয়া সব মনোনয়নগুলি জাতীয় বিজ্ঞান পুরস্কার কমিটি (আরভিপিসি)-র কাছে পাঠানো হবে। এর নেতৃত্বে রয়েছেন ভারত সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা (পিএসএ)। এছাড়া কয়েকজন বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদও এই কমিটিতে রয়েছেন।
প্রতি বছর ১৪ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরস্কারের জন্য মনোনয়ন দাখিল করা যাবে। প্রতি বছর ১১ মে জাতীয় প্রযুক্তি দিবসে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। পুরস্কার প্রাপকদের একটি পদক ও শংসাপত্র দেওয়া হবে। এই নতুন জাতীয় পুরস্কারগুলি ভারত সরকারের বৈজ্ঞানিক, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপগ্রহণকারীদের বিশেষ স্বীকৃতি দেবে। সমগ্র নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে ও গুণগতমান বজায় রেখে করা হবে।
সৌরভ তিওয়ারি