Rajya Sabha Secretariat Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনও অফলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: গরমের দুপুরে ঠান্ডা হতে দই-ভাত খাচ্ছেন? কী কী হতে পারে এতে জানুন
Rajya Sabha Secretariat Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৯৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
প্রটোকল অফিসার– ২৬টি পদ
সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট- ২৭টি পদ
অ্যাসিস্ট্যান্ট রিসার্চ/রেফারেন্স অফিসার- ৩টি পদ
ট্রান্সলেটর- ১৫টি পদ
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট- ১৫টি পদ
অফিস ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট- ১২টি পদ
Rajya Sabha Secretariat Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ইচ্ছুক প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির https://rajyasabha.nic.in মাধ্যমে জানতে পারেন।
আরও পড়ুন: ভিটামিন B12 শরীরে উৎপন্ন হয় না, কোথা থেকে পাবেন? রোজ কতটা খাবেন? জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
| সংস্থা: | রাজ্যসভা সেক্রেটারিয়েট (Rajya Sabha Secretariat) |
| পদের নাম: | সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেটর ও অন্যান্য |
| শূন্যপদের সংখ্যা: | ৯৮ |
| কাজের স্থান: | নয়াদিল্লি |
| কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
| নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
| আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
| শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
| বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
| আবেদন পদ্ধতি: | অনলাইন ও অফলাইন |
আবেদনের শেষ দিন: ০২.০৫.২০২২
Rajya Sabha Secretariat Recruitment 2022: বয়সসীমা
আবেদনপত্র প্রাপ্তির শেষ তারিখ পর্যন্ত যাদের বয়স ৫৬ বছরের কম তারাই এই পদে আবেদনের যোগ্য।
Rajya Sabha Secretariat Recruitment 2022: আবেদন পদ্ধতি
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আগামী ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র পূরণ করে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়, 'Director (Personnel), Room Number - 240, 2nd Floor, Rajya Sabha Secretariat, Parliament of India, Parliament House Annexe, New Delhi-110001'।
বিজ্ঞপ্তি জারির ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। সুতরাং, রাজ্যসভা সচিবালয়ে বিভিন্ন পদের জন্য আবেদনের শেষ তারিখ ২ মে, ২০২২।
