আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ ডিসেম্বর থেকে। প্রার্থীদের আগামী ২৭ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন? জানুন...
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
লেভেল ৪/৫- ৩টি পদ
লেভেল ২/৩- ১৮টি পদ
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের ট্রায়ালের মাধ্যমে নিয়োগ করা হবে। কেবলমাত্র এফআইটি প্রার্থীদের অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্বাচন করা হবে।
বিশদ নোটিশ লিঙ্ক- https://www.rrccr.com/PDF-Files/Sports-21-22/Sports_Notif_2021_22_Eng.pdf
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | সেন্ট্রাল রেলওয়ে শাখা (Central Railway) |
পদের নাম | লেভেল ৪/৫, লেভেল ২/৩ |
শূন্যপদের সংখ্যা | ২১ |
কাজের স্থান | কিছু জানানো হয়নি |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | স্নাতক ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ২৭.১২.২০২১ |
আরও পড়ুন: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন প্রক্রিয়া জানুন...
আবেদন ফি:
৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। SC/ST/ প্রাক্তন চাকরিজীবী/ শারীরিক প্রতিবন্ধী/ মহিলা প্রার্থীদের জন্য ২৫০ টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদনের যোগ্যতা:
লেভেল ৪/৫- সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় নূন্যতম স্নাতক উত্তীর্ণ হতে হবে
লেভেল ২/৩- প্রার্থীদের স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও ম্যাট্রিকুলেশন বা অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী প্লাস কোর্স উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২২ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের বয়সসীমা ধার্য করা হয়েছে।