শিক্ষাবিদ বিকাশ মাহাতোর লেখা বইটি হল ‘দ্য আনস্ক্রিপ্টেড ক্লাসরুম’ (The Unscripted Classroom)। ঝালদা ২ নং ব্লকের চেকা হাই স্কুলে বাংলার বিভাগের শিক্ষক তিনি। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি এই স্কুলে শিক্ষকতা করছেন। এছাড়াও প্রাক্তন স্কুল ইনস্পেক্টর হিসাবেও কাজ করেছেন তিনি।
advertisement
বিদ্যালয় শিক্ষকতার পাশাপাশি বিগত ১৪ বছর ধরে দুস্থ: ছাত্র-ছাত্রীদের একেবারে বিনামূল্যে পড়াশোনা শেখান তিনি। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্র-ছাত্রী তার কাছে চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে আসেন।
এই বইটিতে ইন্টারভিউ চলাকালীন করণীয় ও বর্জনীয় বিষয়, অপ্রীতিকর পরিস্থিতি সামলান, বিদ্যালয় স্তরের সরকারি প্রকল্প, ডেমো টিচিং এবং ‘সেলফ ইন্ট্রোডাকশন’ বা নিজের পরিচয় দেওয়ার সঠিক কৌশল বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। এককথায়, শিক্ষকতার ইন্টারভিউ ক্র্যাক করার জন্য এটি একটি পূর্ণাঙ্গ গাইডবুক এই ই-বুক। এই বইটি জনপ্রিয় ই-কমার্স সাইটগুলিতে হার্ড কপি এবং ই-বুক উভয় ফরম্যাটেই উপলব্ধ রয়েছে।
এছাড়াও পুরুলিয়ার বিভিন্ন বুক স্টলে এই বইটি আগামীদিনে পাওয়া যাবে। এ বিষয়ে শিক্ষাবিদ বিকাশ মাহাতো বলেন, প্রাইমারি এবং এসএলএসটি চাকরিপ্রার্থীদের জন্য একাধিক পাঠ্য বই রয়েছে। কিন্তু ইন্টারভিউ কিভাবে ক্র্যাক করতে হয় তার জন্য সেভাবে কোনও গাইড বুক নেই।
আরও পড়ুন: শীত যতই পড়ুক, জমবে না নারকেল তেল! কনকনে ঠান্ডাতেও থাকবে দিব্যি তরল, ৪ সেরা উপায় শিখে নিন
অনেক সময় চাকরি প্রার্থীরা ইন্টারভিউ রুমে গিয়ে নার্ভাস হয়ে পড়ে। তাদের জন্য আদর্শ এই বইটি। এই বইটিতে কী-ভাবে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে তার জন্য সমস্ত তথ্য ও গাইডলাইন দেওয়া রয়েছে। এছাড়াও একজন পরীক্ষার্থী কীভাবে ইন্টারভিউ টেবিলে নিজেকে রিপ্রেজেন্ট করবে, কী-ভাবে নিজের গ্রুমিং করবে, কি-ভাবে কথা বলবে সেগুলিও বলা হয়েছে ই-বুকে। প্রদীপনের অফিসিয়াল অ্যাপে থেকে এই ই-বুক সংগ্রহ করলে তা সম্পূর্ণ বিনামূল্যে মিলবে।
এ বিষয়ে চাকুরীপ্রার্থীরা বলেন, এই ই-বুক হওয়ায় তাদের অনেকটাই সুবিধা হয়েছে। কারণ পড়াশোনা কী-ভাবে করতে হয় তার জন্য বিভিন্ন বই থাকলেও ইন্টারভিউ কীভাবে ক্র্যাক করতে হয় তার জন্য সে-ভাবে কোনও বই নেই বললেই চলে। তাই এই বই তাদের জন্য খুবই উপকারী হবে। শিক্ষকতার ইন্টারভিউ ক্র্যাক করার জন্য একটি পূর্ণাঙ্গ গাইড বুক হল এই ই-বুক। এতে প্রাইমারি এবং এসএলএসটি চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর পথ সুগম হবে।