TRENDING:

Primary TET Result: বড় খবর! আজই প্রাথমিক টেটের ফল প্রকাশ, ৪ ভুল প্রশ্নে মিলবে পুরো নম্বর

Last Updated:

Primary TET Result: প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে মোট চারটি প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হবে পর্ষদের তরফে পরীক্ষার্থীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজই প্রাথমিকের টেটের ফল প্রকাশ হতে চলেছে। অন্তত তেমনটাই সম্ভাবনা বলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর। বৃহস্পতিবারই সন্ধ্যেবেলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেটের চূড়ান্ত উত্তরপত্র আপলোড করেছে। চূড়ান্ত উত্তরপত্র আপলোড করার পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে মোট চারটি প্রশ্নের ক্ষেত্রে পুরো নম্বর দেওয়া হবে পর্ষদের তরফে পরীক্ষার্থীদের।
আজই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা। প্রতীকী ছবি
আজই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা। প্রতীকী ছবি
advertisement

কার্যত অতীত থেকে শিক্ষা নিয়েই প্রশ্ন ভুল নিয়ে আর নতুন করে কোনও বিতর্কে জড়াতে চায় না পর্ষদ। তার জন্যই আগেভাগেই পর্ষদের তরফে চারটি প্রশ্নের জেরে পুরো নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত এই চারটি প্রশ্নের মধ্যে কোন প্রশ্নের ছাপাগত ভুল রয়েছে, কোন প্রশ্নের অপশনে ভুল রয়েছে, আবার কোন প্রশ্নে তথ্যগত ভুল রয়েছে। প্রাথমিকের টেটের প্রশ্ন নিয়ে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ দের থেকে মতামত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই বিশেষজ্ঞদের থেকে মতামত নেওয়ার পরই পর্ষদের তরফে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

কোন বুকলেটের কোন প্রশ্নের ভুল রয়েছে এবং কোন বুকলেটের কোন প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পুরো নম্বর দেওয়া হচ্ছে সেটাও বিস্তারিত আকারে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। আধিকারিকদের দাবি প্রাথমিকের টেটের ফল প্রকাশের পর পরই যাতে পরীক্ষার্থীদের মধ্যে কোন বিভ্রান্তি না হয়, তার জন্যই আগেভাগেই কোন প্রশ্নের কোন তথ্যগত ভুল বা ছাপাগত ভুল রয়েছে, তা সবিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরের পরেই প্রাথমিকের টেটের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

advertisement

আরও পড়ুন, বড় খবর, শুক্রবারই প্রাথমিক টেটের ফল প্রকাশের সম্ভাবনা, দেখুন বিস্তারিত

আরও পড়ুন, মাত্র দেড় মিনিটেই শেষ ইন্টারভিউ! প্রাথমিকে শিক্ষক নিয়োগে আরও বড় দুর্নীতির গন্ধ

প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবারের টেট দিয়েছে। এবারের টেটকে কেন্দ্র করে একাধিক নিরাপত্তা মূলক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। শুধু তাই নয়, প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি বসানোর পাশাপাশি বায়োমেট্রিক ও করেছিল পর্ষদ। সবমিলিয়ে শুক্রবার ফল প্রকাশ হলে পরীক্ষা নেওয়ার ৫৮ দিনের মধ্যেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ করতে পারে পর্ষদ যা কার্যত নজিরবিহীন।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary TET Result: বড় খবর! আজই প্রাথমিক টেটের ফল প্রকাশ, ৪ ভুল প্রশ্নে মিলবে পুরো নম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল