পুরনো খসড়া বিধিতে টেটের বরাদ্দ নম্বর ছিল ৫, নয়া খসড়া বিধিতে তা বাড়িয়ে করা হলো ২৫।
শিক্ষক প্রশিক্ষণের উপর বরাদ্দ নম্বর কমে হল ৫, আগে ছিল ১৫। উচ্চ মাধ্যমিক পাশের নির্ধারিত নম্বর আগে ছিল ১০,তা এখন করা হল ৫।
আরও পড়ুন: ১৮০০ কোটির জমি বিক্রি ৩০০ কোটিতে! পুণেতে অবৈধ জমি কেনার অভিযোগে বিপাকে অজিত পাওয়ারের পুত্র
advertisement
এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির উপর কোনও নম্বরই ধার্য করা হল না নয়া খসড়া বিধিতে। শিক্ষকতার অভিজ্ঞতা কত বছর থাকবে তার ওপর নম্বর বরাদ্দ হল। চার বছরের অভিজ্ঞতা থাকলে এক নম্বর। চার থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকলে দু’নম্বর, ছয় থেকে আট বছর অভিজ্ঞতা থাকলে তিন নম্বর।
৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকলে চার নম্বর। ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে পাঁচ নম্বর দেওয়া হবে। নয়া খসড়া বিধির ওপর মতামত চাইল রাজ্য। ১৫ দিনের মধ্যে মতামত নেওয়ার পরেই চূড়ান্ত বিধি প্রস্তুত করবে রাজ্য স্কুল- স্কুলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য।
