TRENDING:

Primary School: ফের সিদ্ধান্ত বদল, প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে স্কুলই, কী কারণে পিছিয়ে গেল পর্ষদ?

Last Updated:

Primary School: স্কুলে স্কুলে পরীক্ষার প্রশ্নপত্র পাঠাচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। সংশ্লিষ্ট স্কুলই তৈরি করবে প্রশ্ন। কেন ফের সিদ্ধান্ত বদল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সিদ্ধান্ত নিয়েও ফের পিছিয়ে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দ্বিতীয় পর্যায়ক্রমিক (সামেটিভ) পরীক্ষার প্রশ্ন করছে না পর্ষদ। বুধবার এমনটাই জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
প্রাথমিকে সিদ্ধান্ত বদল প্রশ্নপত্র তৈরির
প্রাথমিকে সিদ্ধান্ত বদল প্রশ্নপত্র তৈরির
advertisement

গৌতম পাল বলেন, ‘‘সিদ্ধান্ত হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এ বার থেকে প্রশ্ন তৈরি করবে এবং তা পাঠানো হবে স্কুলগুলিকে। আমরা তৈরি ছিলাম। জেলাস্তরে যে পরিকাঠামো দরকার তা এখন‌ও সম্পূর্ণ হয়নি। তাই স্কুলই প্রশ্ন করবে।’’

আরও পড়ুন: সুবর্ণ সুযোগ! ২০২৫ সালে বিনামূল্যে কোথায় পড়াশোনা করার সুযোগ? ‘FULL’ স্কলারশিপ নিয়ে বিশদে জানুন

advertisement

এর আগে প্রাথমিকে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মূল্যায়নের প্রশ্নপত্র কখনই পর্ষদের তরফ থেকে করা হয়নি। এতদিন পর্যন্ত এই প্রশ্ন করে আসত স্কুলগুলি। কয়েকদিন আগেই পর্ষদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তারা এ বার থেকে প্রশ্ন করবে। এ প্রসঙ্গে পর্ষদের ব্যাখ্যা ছিল, ‘বুনিয়াদি শিক্ষাই পড়ুয়াদের ভিত তৈরি করে। কিন্তু বেশির ভাগ স্কুলের ক্ষেত্রে দেখা গিয়েছে, বহু স্কুল প্রশ্নপত্র তৈরির সময় তারা যতটা পড়িয়েছে, তার উপরে প্রশ্ন তৈরি করে। এর ফলে রাজ্যের সমস্ত স্কুলের পড়ুয়াদের সমান মূল্যায়ন হয় না। তাই আমরা প্রশ্ন করব বলে সিদ্ধান্ত নিয়েছি।’

advertisement

আরও পড়ুন: উপস্থিতির হার বেঁধে দিল সিবিএসই, শতাংশ এক চুল এদিক-ওদিক হলেই পরীক্ষায় বসা যাবে না! বড় খবর জানুন

২৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্রাথমিকের দ্বিতীয় সামেটিভ পরীক্ষা। আর তার দু’সপ্তাহ আগে হঠাৎ করে পিছিয়ে আসা নিয়ে উঠছে প্রশ্ন? শিক্ষকমলের একাংশের প্রশ্ন এতে তো আর্থিক ক্ষতি হল পর্ষদের।‌ এতদিনে নিশ্চয়ই প্রশ্ন ছাপানো হয়ে গিয়েছিল!

advertisement

গত ৩১ জুলাই প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বিতীয় সামেটিভ পরীক্ষার রুটিন প্রকাশ করে। তবে এ প্রসঙ্গে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের বক্তব্য, হাতে মাত্র আর কয়েকদিন বাকি এর মধ্যে স্কুলগুলি প্রশ্ন কী করে তৈরি করবে? প্রাথমিক শিক্ষা পর্ষদের এই ধরনের ঘটনা প্রথম নয়। এর আগেও পর্ষদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল যে সেমিস্টার সিস্টেম চালু করা হবে। কিন্তু তার পরের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় জানিয়েছিলেন তিনি এর সম্বন্ধে কিছুই জানেন না। শেষ পর্যন্ত সেমিস্টার চালু থেকে পিছিয়ে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

advertisement

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Primary School: ফের সিদ্ধান্ত বদল, প্রাথমিকের প্রশ্নপত্র তৈরি করবে স্কুলই, কী কারণে পিছিয়ে গেল পর্ষদ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল