১৩৪২১টি শূন্য পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। কবে থেকে আবেদনপত্র দেওয়া হবে তা শীঘ্রই পর্ষদের পক্ষ থেকে জানানো হবে। নিয়োগ প্রক্রিয়া কী নিয়ম মেনে হবে, তারও বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ।
২০২২-এর টেট উত্তীর্ণ, ২০২৩ -এর টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে টানা আন্দোলন বিক্ষোভ চালিয়েছেন টেট উত্তীর্ণ প্রার্থীরা। গতকালও বারাসতে বিক্ষোভ হয়েছিল
advertisement
আবেদনকারীদের জন্য কীসের ভিত্তিতে নম্বর থাকবে তার উল্লেখ করা হয়েছে বিধিতে। প্রাথমিকের পুরনো নিয়ম—
মাধ্যমিক—৫ নম্বর
উচ্চ মাধ্যমিক—১০ নম্বর
ডিএলএড—-১৫ নম্বর
টেট——— ৫ নম্বর
এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি——– ৫ নম্বর
ইন্টারভিউ —-৫ নম্বর
অ্যাপটিটিউড টেস্ট বা পারা টিচারদের পড়ানোর অভিজ্ঞতা থাকলে — ৫ নম্বর
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2025 9:28 PM IST